ওয়ার্ল্ড ইনসাইড

চার্লস হবেন কমনওয়েলথ প্রধান, চীনে যাবেন মোদি ও অন্যান্য খবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2018


Thumbnail

রানি এলিজাবেথের পর কমনওয়েলথ জোটের প্রধান হবেন ব্রিটিশ যুবরাজ চার্লস। শুক্রবার যুক্তরাজ্যে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রের প্রধানরা ভবিষ্যৎ জোটপ্রধান হিসেবে চার্লসের মনোনয়ন অনুমোদন করেছেন।

সম্পর্কের বরফ গলাতে চীন সফরে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং-এ অবস্থান করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। 

অন্যান্য সংবাদ…

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় গুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছে। হামলায় অন্তত আরও ৪ জন আহত হয়েছে। দেশটির টেনেসি অঙ্গরাজ্যের নাশাভিলের এক রেস্তোরায় এই হামলা চালানো হয়।

আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৬৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২১ জন নারী ও পাঁচ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১১৯ জন ।

‘সিরিয়ায় পাঁচ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন সিরিয়ার উত্তরাঞ্চলে আমেরিকা পাঁচ হাজার ট্রাক অস্ত্র পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা কুর্দি গেরিলাদের অস্ত্র দিয়ে সাহায্য করছে বলেও তিনি জানান।

বাংলা ইনসাইডার/ডিজি

 

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭