ওয়ার্ল্ড ইনসাইড

নিজের হত্যার দৃশ্য সম্প্রচার করলেন সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2018


Thumbnail

নিকারাগুয়াতে সরাসরি সম্প্রচারের সময় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। সরাসরি সম্প্রচারিত ওই ভিডিও চিত্রে দেখা যায় প্রতিবেদক মাটিতে পড়ে যাচ্ছেন আর তাঁর শরীর থেকে রক্ত ঝরছে।

সাংবাদিক অ্যাঞ্জেল গাহোন ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচারে ছিলেন। তিনি নিকারাগুয়ার ব্লুফিল্ড শহরের একটি সৈকতের কাছ থেকে সরকারবিরোধী আন্দোলনের ক্ষয়ক্ষতির খবর প্রচার করছিলেন। একটি এটিএম বুথের ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলার সময় তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। তবে কারা, কী কারণে তাকে গুলি করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওরতেগা সম্প্রতি শ্রমিকদের পেনশন ব্যবস্থায় পরিবর্তন এনেছেন। এখন থেকে দেশটির শ্রমিকদের পেনশনের বাড়তি অর্থ কাটা হবে। পাশাপাশি জমাকৃত অর্থের ওপর মোটের সুদ ৫ শতাংশ কমানো হয়েছে। এমন প্রস্তাব পাশ হওয়ার পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভে সরকারি ভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এখন পর্যন্ত সহিংসতায় কমপক্ষে ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অবস্থা নিয়ন্ত্রণে নিকারাগুয়ার বিভিন্ন শহরে সেনা মোতায়েন করা হয়েছে।

বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭