ওয়ার্ল্ড ইনসাইড

প্যারিস জলবায়ু চুক্তি: ৩৭ কোটি টাকা দেবেন ব্লুমবার্গ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 23/04/2018


Thumbnail

নিউইয়র্কের সাবেক মেয়র ও ধনকুবের মাইকেল ব্লুমবার্গ প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নের জন্য ৪ দশমিক ৫ মিলিয়ন ডলারের তহবিল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ কোটি ৩৪ লাখ ৪৬ হাজার টাকা। 

মাইকেল ব্লুমবার্গ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু চুক্তি থেকে সরে এসেছেন, তাই পরিবেশের উন্নয়নে তাঁর কর্তব্য রয়েছে। তিনি জানান প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের এ বছরের আর্থিক প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ব্যক্তিগতভাবে এ তহবিলের যোগান দেবেন। ব্লুমবার্গের এমন পদক্ষেপে বিশ্বের এক মাত্র দেশ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তিতে না থেকেও কার্যকর থাকবে যুক্তরাষ্ট্র।

গত বছর জুনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নিন্দিত হয়।

প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৮৭ টি দেশ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবে বলে লক্ষ্য নির্ধারণ করেছিল। 

ব্লুমবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে, যদি সরকার কথা না রাখে তবে একজন মার্কিনী হিসেবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।

বাংলা ইনসাইডার/ডিজি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭