ইনসাইড বাংলাদেশ

কাহা বাংলাদেশ অর কাহা পাকিস্তান!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

আওয়ামী লীগের প্রতিই আস্থা জানাল বিজেপি সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাঁর নেতৃত্ব অব্যাহত রাখা প্রয়োজন।’ গতকাল সোমবার বিকেলে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে গেলে তিনি একথা বলেন।
 
কথা ছিল আওয়ামী লীগ নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করবেন। কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ ঘন্টাব্যাপী গুরুত্বপূর্ণ বৈঠকে পরিণত হয়। বৈঠকে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, পররাষ্ট্র সচিব বিজয় গোখলে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ ডেস্কের প্রধান শ্রীপ্রিয়া রঙ্গনাথন উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নরেন্দ্র মোদি আমাদের অসম্ভব সম্মান দিয়েছেন। এই সম্মান আমরা পেয়েছি শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে।’

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচন নিয়ে কথা হয়েছে। নরেন্দ্র মোদি কোন রাখঢাক না রেখেই বলেছেন ‘বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের যে নবযাত্রা সূচনা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে তা অব্যাহত রাখা প্রয়োজন।’ তিনি বলেন ‘বঙ্গবন্ধু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। আজ তার নেত্রী বাংলাদেশ অনন্য সাফল্যের উচ্চতায় নিয়ে গেছেন।’ মোদি বলেন ‘কাহা বাংলাদেশ অর কাহা আজ পাকিস্তান।’ বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বাংলা ইনসাইডারকে বলেছেন,‘ভারতের প্রধানমন্ত্রী আমাদের যে সম্মান দিয়েছেন তা বিরল।’ তিনি বৈঠকে বলেন, ‘বাংলাদেশে সাংবিধানিক ধারায় গণতন্ত্র অব্যাহত রাখতে হবে।’
 
বৈঠকে বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ কিছু দল বাংলাদেশে এখনো পাকিস্তানের স্বার্থ রক্ষায় কাজ করে।’ নরেন্দ্র মোদি এ প্রসঙ্গে মুচকি হেসে বলেন ‘শেখ হাসিনা থাকতে বাংলাদেশে পাকিস্তানপন্থীরা সুবিধা করতে পারবে না।’ ওবায়দুল কাদের নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি বলেন, ‘খুব শিগগিরই বাংলাদেশে যাবো।’

 

বাংলা ইনসাইডার/জেডএ


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭