ওয়ার্ল্ড ইনসাইড

কানাডায় গাড়ি চালিয়ে হত্যা ও অন্যান্য সংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

কানাডার টরেন্টোতে পথচারীদের ব্যস্ত রাস্তায় পথচারীদের ওপরে ভ্যান চালিয়ে ১০ জনকে হত্যা করা হয়েছে। এ হামলায় গুরুতর আহত হয়েছে আরও ১৫ জন। হামলাকারী গাড়ির চালককে আটক করা হয়েছে।

সরকারবিরোধী বিক্ষোভের মুখে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান পদত্যাগ করেছেন। সোমবার দেশটির সেনাদের এক অংশ বিক্ষোভকারীদের পক্ষ নিলে বিক্ষোভ নতুন মাত্রা পায়। এরপরই পদত্যাগের ঘোষণা দেন সার্গসিয়ান।

অন্যান্য সংবাদ…

সিনিয়র বুশ গুরুতর অসুস্থ

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ অসুস্থ হয়ে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। রবিবার সকালে তাকে ওই হিউস্টন মেথডিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।

শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের পক্ষে ৭৬% ভারতীয়

ভারতে এক জরিপে দেখা গেছে দেশটির ৭৬ শতাংশ মানুষ শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের বিধানকে সমর্থন করে। ভারতে ১২ বছরের কম বয়সী শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ডের বিধানে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ সই করেছেন। এছাড়া ১৮ শতাংশ নাগরিক বিনা প্যারোলে অভিযুক্ত ধর্ষণকারীর যাবজ্জীবন সাজার পক্ষে মত দিয়েছেন।

আইএস ও আল কায়েদা সংশ্লিষ্ট উপাদান মুছে ফেলছে ফেসবুক

১৯ লাখ চরমপন্থী উপাদান চিহ্নিত করেছে ফেসবুক। জঙ্গিগোষ্ঠী আইএস ও আল কায়েদা সংশ্লিষ্ট এই সকল উপাদানের অধিকাংশই ফেসবুক মুছে ফেলেছে।


বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭