ইনসাইড বাংলাদেশ

‘মিথ্যাবাদী নেতার চেয়ে অশিক্ষিত নেতা ভালো’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

তারেক জিয়ার মিথ্যাচারে আবার বিব্রত বিএনপি। বিএনপির সিনিয়র নেতারা বলেছেন এমনইতেই নানা বিপদে আছি, তারপর তারেকের পাসপোর্ট বিতর্ক। এসব করার দরকার কি ছিল।’ বিএনপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন ‘গতকাল তারেক ফোন করে বিএনপি মহাসচিবকে প্রেস কনফারেন্স করতে বলেন। তারেক বিএনপি মহাসচিবকে বলেছিলেন যে, তার বাংলাদেশি পাসপোর্ট তাঁর (তারেকের) কাছেই আছে। এরপর তারেক তাঁর আইনজীবীকে ফোন করে উকিল নোটিশও পাঠান।’ ঐ নেতা আরও জানান ‘তারেকের ফোনের পরপরই বিএনপি মহাসচিব আমাকে সহ কয়েকজনের সঙ্গে কথা বলেন। মির্জা ফখরুল আমাকে বলছিল যে, তারেক সাহেব কি সঠিক বলছেন? পাসপোর্ট যদি তাঁর কাছে থাকে, তাহলে তিনি অ্যাসাইলাম (রাজনৈতিক আশ্রয়) পেলেন কীভাবে? অ্যাসাইলামের জন্য তো পাসপোর্ট সারেন্ডার করতে হয়। এরপর ফখরুল সাহেব রিজভীকে এনিয়ে কথা বলার অনুরোধ করেন। মির্জা ফখরুল রিজভীকে পাসপোর্টের বিষয়টি এড়িয়ে নাগরিকত্বের বিষয়টি গুরুত্ব দিতে বলেন।’

কিন্তু দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব পাসপোর্ট নিয়েই ঝড় তোলেন। তিনি জিজ্ঞেস করেন ‘ কোথায় তারেক রহমানের পাসপোর্ট। সরকারের কাছে থাকলে সরকার তা দেখাক।’ তার প্রেস কনফারেন্সের পর সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম শুধু তারেক নয় তার স্ত্রী এবং কন্যার পাসপোট এবং জমা দেওয়া সংক্রান্ত ব্রিটিশ কর্তৃপক্ষের চিঠি প্রকাশ করেন। বিএনপি নেতারাই এখন বলছেন ‘তারেক নিজেকে আরেকবার মিথ্যাবাদী প্রমাণ করলেন।’ একজন প্রবীণ নেতা বললেন ‘এতদিন আমরা দু:খ করতাম আমাদের নেতৃত্ব শিক্ষিত নয়। এজন্য বিরোধী দলের সমালোচনাও শুনতে হতো। বলা হতো আমাদের নেতা নাকি এইট পাশ। কিন্তু এখন দেখছি, অসৎ এবং মিথ্যাবাদী নেতার চেয়ে অশিক্ষিত নেতা ভালো।’


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭