ওয়ার্ল্ড ইনসাইড

বিক্ষোভের মুখে আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী সার্জ সার্গসিয়ান সরকার বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিক্ষোভে দেশটির সেনাবাহিনীর একটি অংশ যোগ দিলে আন্দোলন নতুন মাত্রা পায়। এরপরই সার্গসিয়ান তাঁর পদত্যাগের ঘোষণা দেন।

আর্মেনিয়াতে গত ১৭ এপ্রিল আন্দোলন শুরু হয়। দুর্নীতি, কর্তৃত্ববাদী একব্যক্তির শাসন থেকে দেশকে বাঁচাতে সার্গসিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। এর পরিপ্রেক্ষিতে আর্মেনিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি হয়।

সার্গসিয়ান এক বিবৃতিতে বলেছেন, ‘আমার প্রধানমন্ত্রীত্বের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ হচ্ছে। আমি তাদের দাবি পূরণ করছি।’ তিনি আরও বলেন, ‘দেশের নেতা হিসেবে শেষবারের মতো আমি আর্মেনিয়া রিপাবলিকানের সব নাগরিককে সম্ভাষণ জানাচ্ছি।’

এর আগে ৬৩ বছর বয়সী সার্জ সার্গসিয়ান প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়াতে এক দশক দায়িত্ব পালন করেছেন। এরপর রাষ্ট্রীয় ক্ষমতাবলে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন তিনি।


বাংলা ইনসাইডার/ডিজি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭