ইনসাইড গ্রাউন্ড

নতুন দর্শক সৃষ্টিতেই ১০০ বলের নতুন ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

ক্রিকেটের শেষ সংস্করণ টি২০ এর পর আবারও নতুন সংস্করণ নিয়ে হাজির হচ্ছে ক্রিকেট। ইসিবির উদ্যোগে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নতুন এ সংস্করণটি। ১০০ বলের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে এ সংস্কারে।

কাউন্টি খেলা ৮টি দল নিয়ে শুরু হবে এ টুর্নামেন্ট। নতুন ফরমেটে প্রতি ইনিংস হবে ১০০ বলে। ওভারে ৬ টি বল থাকছে আগের মতোই। তবে ১০০ বল তো ওভার প্রতি ৬ বল করে মেলানো সম্ভব না। তাহলে? ১৫ ওভার শেষে ৯০ বল হলেও হাতে থেকে যাচ্ছে আরও ১০ বল!

১০ বলের জায়গাটি আসলে এই ফরম্যাটের মূল আকর্ষণ। ৯০ বল পর্যন্ত ওভার প্রতি ৬ বল হলেও শেষের ১০ বল ১ ওভার হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ ১০ বলে হবে ১৬ তম ওভারটি। ৬ বলের জায়গায় হবে ১০ বল।

তবে এই সংস্করণটি আয়োজনের পিছনে অন্যতম কারণ হচ্ছে নতুন দর্শকদের এই খেলার সাথে আরও পরিচিত করানো। রবিবার ইংল্যান্ডের এক রেডিও প্রোগ্রামে ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, আমরা আসলে ক্রিকেটের নতুন সমর্থক চাচ্ছি। এরই সাথে আমরা এ খেলাকে আরও জনপ্রিয় করতে চাচ্ছি।

দশ ওভার বা সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট দেখা গেলেও ১০০ বলের টুর্নামেন্টটি এবারই প্রথমবার আয়োজন করা হচ্ছে।

 

বাংলা ইনসাইডার/এসএকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭