ওয়ার্ল্ড ইনসাইড

ব্রিটিশ রাজ পরিবারে নতুন অতিথি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের কোল আলোকিত করে এলো তাদের তৃতীয় সন্তান। এ নিয়ে এক মেয়ে ও দুই ছেলে সন্তানের মা-বাবা হলেন এই দম্পতি।

২৩ এপ্রিল দুপুরে সেন্ট্রাল লন্ডনের লিনডো উইং অব সেইন্ট মেরি’স হাসপাতালে ডাচেজ অব কেম্ব্রিজ তাঁর তৃতীয় সন্তান জন্ম নেয়।

১৯৮২ সালে এই হাসপাতালেই প্রিন্স উইলিয়ামের জন্ম হয়েছিল। তিনি প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার প্রথম সন্তান। কেট মিডলটন প্রিন্সেস ডায়নার প্রতি সম্মান জানিয়ে একই ধরণের পোশাক পরে হাসপাতাল থেকে বের হন।

রানি দ্বিতীয় এলিজাবেথের ষষ্ঠ প্রপৌত্র ও উইলিয়াম-কেট দম্পতির এই সন্তান ব্রিটিশ রাজ সিংহাসনের অন্যতম উত্তরাধিকারী। এখন নতুন রাজপুত্রের নাম কী রাখা হচ্ছে তা নিয়েই উৎসুক ব্রিটিশরা।


বাংলা ইনসাইডার/ ডিজি/ জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭