কালার ইনসাইড

কবি বেলাল চৌধুরী আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

স্বনামধন্য কবি বেলাল চৌধুরী আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে মারা গেছেন। রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

গণমাধ্যমে এ খবর জানান বেলাল চৌধুরীর ছেলে আবদুল্লাহ প্রতীক চৌধুরী। তিনি বলেন,‘বেশ কিছুদিন ধরেই বাবা অসুস্থ ছিলেন। লাইফ সাপোর্ট খোলার আগেই তিনি মারা যান। লাইফ সাপোর্টে রেখে চিকিৎসকরা সব চেষ্টাই করেছেন, তবে তাঁকে বাঁচানো যায়নি।’

জানা যায়, গত বছরে মাঝামাঝি সময়ে কিডনিজনিত সমস্যার কারণে কবি বেলাল চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাতেও কোন উন্নতি হয়নি। এ ছাড়াও দেখা দিয়েছিল বার্ধক্যজনিত নানা রোগ। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

বেলাল চৌধুরী একাধারে কবি, সাংবাদিক, প্রাবন্ধিক ও অনুবাদক। দীর্ঘদিন বাংলাদেশের ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ‘ভারত-বিচিত্রা’ র সম্পাদক ছিলেন তিনি। ২০১৪ সালে তিনি একুশে পদক পান এ কবি।


বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭