ইনসাইড বাংলাদেশ

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত সম্পর্ক উন্নয়নের জন্য শুরু হয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চারদিন ব্যাপী সম্মেলন।

মঙ্গলবার সকালে পিলখানায় বিজিবি`র সদর দপ্তরে দুইপক্ষের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা, চোরাচালান, অবৈধ ব্যবসা, মাদকদ্রব্য চোরচালান, আন্তর্জাতিক সীমানায় উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে এই সম্মেলনে।

সম্মেলনে বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষ থেকে বিএসএফের মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় একটি প্রতিনিধি দল।

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের এই সম্মেলন আগামী ২৭ এপ্রিল পর্যন্ত চলবে।


বাংলা ইনসাইডার/ আরকে/ জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭