ইনসাইড গ্রাউন্ড

শুভ জন্মদিন লিটল জিনিয়াস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

মাস্টার ব্ল্যাস্টার ও রেকর্ডের বরপুত্র বলা হয় তাঁকে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেট মিলিয়ে একাই সর্বাধিক রানের সংগ্রাহক। তিনি হচ্ছেন, শচীন টেন্ডুলকার। জীবন্ত কিংবদন্তির আজ ৪৫তম জন্মদিন।

১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন দ্য লিটল জিনিয়াস।

স্কুল ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে প্রথম সবার আলোচনায় আসেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেয়ে সবাইকে অবাক করে দেন।

জাতীয় দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন শচীন টেন্ডুলকার। ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা হাতে নেন তিনি। ভারতের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করেছেন ২০০ ম্যাচ। যা এখন পর্যন্ত কোন ব্যাটসম্যানের দিক থেকে সর্বাধিক।

এদিকে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআই শচীনের জন্মদিন উপলক্ষে তাঁদের নিজেদের টুইটার পেজে লিখেছে, ‘শুভ জন্মদিন, মাস্টার। আপনি আমাদের সবার কাছেই অনুপ্রেরণা’ । আইপিএলও টুইটারে শুভেচ্ছা জানিয়েছে।

প্রসঙ্গত, ২৪ বছর ক্যারিয়ার জীবনে সাফল্যর সবকিছুই পেয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেটার হিসেবে প্রথম ডাবল-সেঞ্চুরির দেখা পান তিনি। ২০১৩ সালে তিনি অবসরের ঘোষণা দেন তিনি।


বাংলা
ইনসাইডার/এসএকে/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭