কালার ইনসাইড

কলকাতার চেয়ে কম হলে ‘চালবাজ’, কারণ...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

গত ২০ এপ্রিল ভারতের ৯১ টি সিনেমাহলে মুক্তি পায় চালবাজ। আসছে শুক্রবার বাংলাদেশে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে কোন কাটছাট ছাড়াই সেন্সর বোর্ডের অনুমতি মিলেছে ছবিটির। এখন চলছে মুক্তির অপেক্ষা। কিন্তু বাংলাদেশে ৮০ টির চেয়ে বেশি হলে মুক্তি দিতে চান না আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্স। সে হিসেবে বলা যায়, ঢাকায় চেয়ে কলকাতায় এগিয়ে শাকিবের ‘চালবাজ’।

এন ইউ ট্রেডার্সের কর্ণধর গোলাম কিবরিয়া লিপু বলেন,‘ সিনেমা হলের মালিকরা অগ্রিম বুকিং দেয়া মুরু করেছে। আমরাও ২৭ তারিখ মুক্তিকে কেন্দ্র করে সব প্রস্তুতি নিচ্ছি। সিনেমা হলের মালিকরা অনেক বেশি আশা করছেন ছবিটি নিয়ে। কারণও আছে।’

কি কারণ? ‘আমরা আশিটি সিনেমা হলের বেশি হলে ছবিটি মুক্তি দিতে চাই না। এই মুহূর্তে বাংলাদেশে আড়াইশোর মতো হল থাকলেও সত্তর আশিটা ঠিকঠাক আছে বলা যায়। বাকি সিনেমা হলগুলো কোন মতে টিকে আছে। যে কারণে আমরা বাছাই করে আশিটির মতো সিনেমা হলে ছবিটি মুক্তি দেবো।’

হল মালিকদের উপচে পড়া ভিড় নিয়ে লিপু বলেন,‘ সামনে রমজান আসছে। আর শবে বরাতের পরপরই হলের দর্শক কমতে থাকে। সব মিলিয়ে চালবাজ স্বস্তি দিবে বলা যায়। ‘

ছবিটি প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান এসকে মুভিজ। জয়দীপ মুখার্জি পরিচালিত এই ছবিতে শাকিব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতভ দত্ত, সুপ্রিয় দত্ত, সৈয়দ হাসান ইমাম, আশীষ বিদ্যার্থী সহ আরও অনেকে।

বাংলা ইনসাইডার/এমআরএইচ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭