ইনসাইড বাংলাদেশ

‘ক্ষমতায় কে থাকবে- সে ব্যাপারে ভারতের কিছু করার নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় কে থাকবে তা ঠিক করবে জনগণ, এ ব্যাপারে প্রতিবেশী ভারতের ইন্টারফেয়ার করার কিছু নেই।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, সীমন্তান সমস্যা যেহেতু কেটেছে, তিস্তার বিষয়েও বিজেপির নেতাদের সঙ্গে কথা হয়েছে।

তিনদিনের সফর শেষে আজ বিকেলে ভারত থেকে দেশে ফিরেছে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিমানবন্দরে নেমেই ওবায়দুল কাদের সাংবাদিকদের কাছে সফর সম্পর্কে কিছু কথা বলেন। সাংবাদিকদের ওবায়দুল কাদের আরও বলেন, দু একদিনের মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে ভারত সফরের বিষয়ে জানানো হবে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আমন্ত্রণে ওবায়দুল কাদেরের নেতৃত্বে তিন দিনের সফরে গত ২২ এপ্রিল ভারতের নয়াদিল্লি যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। ভারত সফরে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বিজেপির নেতাদের এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়েছে।


বাংলা ইনসাইডার/জেডএ 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭