ইনসাইড বাংলাদেশ

সাবেক সেনা কর্মকর্তা ওয়াহিদুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক ‘এনএসআই’ এর মহাপরিচালক মোঃ ওয়াহিদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে ওয়াহিদুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ জানান, ‘গুলশান থেকে ওয়াহিদুল হককে আজ মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে।’

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওয়াহিদুল হক পাকিস্তান সেনাবাহিনীতে মেজর হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুর ক্যান্টনম্যান্টের দায়িত্বে থাকাবস্থায় ৫০০ থেকে ৬০০ নিরস্ত্র মুক্তিকামী বাঙালিকে হত্যা করা হয়।  

২০১৬ সালের ডিসেম্বরে ওয়াহিদুল হকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালেন তদন্ত সংস্থায় অভিযোগ নথিবদ্ধ করা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই প্রথম কোন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার হলেন।


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭