ওয়ার্ল্ড ইনসাইড

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

প্রতি বছর বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সামিয়িকী ‘টাইম’। এবার টাইম ম্যাগাজিনে স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নাম টাইমসের বিশ্ব নেতাদের কাতারে। টাইমসের প্রভাবশালীদের তালিকায় স্থান করে নেওয়া মানেই অন্যকিছু। গত এক বছরে সব থেকে সফল ব্যক্তিদের তালিকা এটি। বিশ্বের সব থেকে ক্ষমতাধর ব্যক্তিদের অনেকেই এই তালিকায় আছেন। ২০১৮ সালে টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা-

পথিকৃৎ

১। ভবেস আগারওয়াল -উদ্যোক্তা, ওলা ক্যাবস এর সহ প্রতিষ্ঠাতা, ভারত

২। মারিসা ব্রানচেসি –এস্ট্রো-ফিজিসিস্ট, ইতালী

৩। কারদি বি -র‍্যাপার, যুক্তরাষ্ট্র

৪। জ্যাকলিন করিন -আগ্নেয়াস্ত্র বিরোধী কর্মী, যুক্তরাষ্ট্র

৫। রুথ ডেভিডসন -রাজনীতিবিদ, স্কটল্যান্ড

৬। এমা গনজালেস -অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী, যুক্তরাষ্ট্র

৭। টিফানি হাডিস -যুক্তরাষ্ট্রের কৌতুক অভিনেতা

৮। ডেভিড হগ -অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী, যুক্তরাষ্ট্র

৯। কার্ল জুন -ক্যান্সার বিষয়ক গবেষক, যুক্তরাষ্ট্র

১০। ক্যামেরন ক্যাসকি -অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী ও এডভোকেট, যুক্তরাষ্ট্র

১১। কোল কিম -যুক্তরাষ্ট্রের স্নোবোর্ডার, অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কনিস্টহতম স্বর্ণ বিজয়ী

১২। নাইস নাইলানতেই লেনগেতে -কেনিয়ার সমাজ সংস্কার কর্মী

১৩। অ্যান মেকি -যুক্তরাজ্যের নিউরো প্যাথলোজিস্ট

১৪। কুমাইল নানজিয়ানি -পাকিস্তানি-মার্কিন কৌতুক অভিনেতা ও লেখক

১৫। ট্রেভর নোয়াহ -সাউথ আফ্রিকান কৌতুক অভিনেতা, লেখক ও প্রডিউসার

১৬। জিয়ান উই প্যান -চীনের কোয়ান্টাম ফিজিসিস্ট

১৭। জ্যান র‍্যাডার -অগ্নি নির্বাপন কর্মী ও প্রশিক্ষক

১৮। ইসা রে -অভিনেতা, লেখক, পরিচালক ও প্রযোজক, যুক্তরাষ্ট্র

১৯। জেসমিন ওয়ার্ড -যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, শিক্ষক

২০ পেগি হুইটসন -নভোচারী, নাসা

২১। এলেক্স উইন্ড -অস্ত্র নিয়ন্ত্রণ কর্মী, যুক্তরাষ্ট্র

২২। হুইটনি ওলফে হার্ড -সিইও, বামবেল, যুক্তরাষ্ট্র

বিশ্বনেতা

১। হায়দার আল-আবাদি – প্রধানমন্ত্রী, ইরাক

২। শিনজো আবে -প্রধানমন্ত্রী, জাপান

৩। জাসিন্ডা আরডার্ন -প্রধানমন্ত্রী, নিউজিল্যান্ড

৪। কারমেন ইয়ুলিন ক্রুজ -রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র

৫। কেনেথ সি. ফ্রাজিয়ার -সিইও, মের্ক এন্ড কো, যুক্তরাষ্ট্র

৬। সাভানা গুথেরি -সাংবাদিক, এনবিসি নিউজ, যুক্তরাষ্ট্র

৭। সিন হ্যানিটি -টক শো উপস্থাপক, যুক্তরাষ্ট্র

৮। প্রিন্স হ্যারি -ব্রিটিশ রাজপুত্র

৯। শেখ হাসিনা- প্রধানমন্ত্রী, বাংলাদেশ

১০। সাদিক খান – রাজনীতিবিদ, যুক্তরাজ্য

১১। কিম জং উন – প্রেসিডেন্ট, উত্তর কোরিয়া

১২। হোডা কোতব - বাদিক, এনবিসি নিউজ, যুক্তরাষ্ট্র

১৩। মাওরসিও মাকরি – প্রেসিডেন্ট, আর্জেন্টিনা

১৪। ইমানুয়েল ম্যাখোঁ – প্রেসিডেন্ট, ফ্রান্স

১৫। মেগান মের্কেল -অভিনেত্রী, মানবতা কর্মী, যুক্তরাষ্ট্র

১৬। এমারসন নানগাগওয়া -প্রেসিডেন্ট, জিম্বাবুয়ে

১৭। মুন জায়ে-ইন -প্রেসিডেন্ট, দক্ষিণ কোরিয়া

১৮। রবার্ট মুলার -এটর্নি, যুক্তরাষ্ট্র

১৯। সত্য নাদেলা – প্রধান নির্বাহী কর্মকর্তা, মাইক্রোসফট

২০। ন্যান্সি পেলসি -রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র

২১। স্কট প্রুট -আইনজীবী, যুক্তরাষ্ট্র

২২। প্রিস্ন মোহাম্মদ বিন সালমান – ক্রাউন প্রিন্স, সৌদি আরব

২৩। জেফ সেসনস - রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্র

২৪। জাস্টিন ট্রুডো -প্রধানমন্ত্রী, কানাডা

২৫। ডোনাল্ড ট্রাম্প- প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র

২৬। লিও ভারাদকার – প্রতিরক্ষামন্ত্রী, আয়ারল্যান্ড

২৭। জে. জে. ওয়াট -ক্রিড়াবিদ, যুক্তরাস্ট্র

২৮। শি জিনপিং -প্রেসিডেন্ট, চীন

শিল্পী

১। রোজেন বার -অভিনেতা, কোউতুক অভিনেতা, টেলিভিশন প্রযোজক, যুক্তরাষ্ট্র

২। মিলি ববি ব্রাউন -অভিনেতা, মডেল, স্পেন

৩। স্টার্লিং কে. ব্রাউন – অভিনেতা যুক্তরাষ্ট্র

৪। জুডি শিকাগো -নারীবাদী শিল্পী, শিক্ষক যুক্তরাষ্ট্র

৫। রায়ান কুগলার – চলচিত্র পরিচালক, প্রযোজক, স্ক্রিন রাইটার, যুক্তরাষ্ট্র

৬। গিলারমো ডেল টোরো -চলচিত্র পরিচালক, প্রযোজক, স্ক্রিন রাইটার, মেক্সিকো

৭। গাল গ্যাডট -অভিনেতা, মডেল, ইসরাইল

৮। গেরটা গারউইগ – অভিনেতা, লেখক, পরিচালক, যুক্তরাষ্ট্র

৯। হিউ জ্যাকম্যান -অভিনেতা, গায়ক, প্রযোজক, অস্ট্রেলিয়া

১০। জেআর -আলোকচিত্রি

১১। নিকোল কিডম্যান - অভিনেতা, গায়ক, প্রযোজক, অস্ট্রেলিয়া

১২। জিমি কিমেল - উপস্থাপক, কৌতুক অভিনেতা, যুক্তরাষ্ট্র

১৩। জন ক্রসিনস্কি -অভিনেতা, লেখক, পরিচালক, প্রযোজক, যুক্তরাষ্ট্র

১৪। শন মেন্ডেস -গায়ক, কানাডা

১৫। দীপিকা পাড়ুকোন -অভিনেতা, ভারত

১৬। কৃস্টান স্যারিয়াওন -ফ্যাশন ডিজাইনার, যুক্তরাষ্ট্র

১৭। লেনা ওয়াথি -– অভিনেতা, লেখক, স্ক্রিন রাইটার, যুক্তরাষ্ট্র

১৮। কেহিন্দ উইলি -চিত্রশিল্পী, যুক্তরাষ্ট্র

টাইটান

১। জোস আনদ্রেস -রন্ধন শিল্পী, যুক্তরাষ্ট্র

২। জেফ বিজোস – প্রযুক্তি উদ্যোক্তা, যুক্তরাষ্ট্র

৩। এলিজাবেথ ডিলার -স্থপতি, পোল্যান্ড

৪। কেভিন ডুরান্ট -ক্রীড়াবিদ, যুক্তরাষ্ট্র

৫। রজার ফেদারার -ক্রীড়াবিদ, সুইজারল্যান্ড

৬। সোনিয়া ফ্রেডম্যান -থিয়েটার পরিচালক, যুক্তরাজ্য

৭। সিনডি হল্যান্ড, ভাইস প্রেসিডেন্ট ফর কনটেন্ট, নেটফ্লিক্স, যুক্তরাষ্ট্র

৮। ভিরাট কোহলি – ক্রীড়াবিদ, ভারত

৯। পনি মা – ব্যবসায়ী, চীন

১০। এলন মাস্ক – সিইও, স্পেসএক্স, যুক্তরাষ্ট্র

১১। এডাম নিউম্যান – ব্যবসায়ী, ইসরাইল

১২। মাশয়সী সন -ব্যবসায়ী, জাপান

১৩। গিলিয়ানো টেস্তা – চিকিৎসক, যুক্তরাষ্ট্র

১৪। অপরাহ উইনফ্রে – টক শো হোস্ট, অভিনেতা, মানবহিতৈষী, যুক্তরাষ্ট্র

আইকন

১। ভার্জিল অ্যাবলহ- মার্কিন ফ্যাশন ডিজাইনার

২। চ্যাডউইক বোসম্যান- মার্কিন অভিনেতা

৩। তারানা বুরকে- মার্কিন মানবাধিকার কর্মী

৪। র‌্যাচেল ডেনহল্যান্ডার- মার্কিন আইনজীবী।

৫। রোনান ফারও- সাংবাদিক, আইনজীবী এবং সরকারের সাবেক উপদেষ্টা।

৬। ক্রিস্টিনা জিমেনেজ- মার্কিন মানবাধিকারকর্মী

৭। জোডি ক্যানটার- মার্কিন সাংবাদিক। 

৮। কেইশা- মার্কিন গায়িকা, গীতিকার।

৯। কেভিন কন- সিঙ্গপুরের ঔপন্যাসিক।

১০। জেনিফার লোপেজ- মার্কিন গায়িকা, গীতিকার, অভিনেত্রী, নৃত্যশিল্পী, প্রযোজক।

১১। জ্যানেট মক- মার্কিন লেখিকা, টিভি হোস্ট এবং তৃতীয় লিঙ্গের অধিকার অন্দোলনকর্মী।

১২। সিনটা নুরিয়াহ- ইন্দোনেশিয়ার সাবেক ফাস্টলেডি।

১৩। রিহান্না- গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।

১৪। অ্যাডাম রিপন- পেশাদার স্কেটিং।

১৫। মেগান তাহয়- মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক।

১৬। ড্যানিয়েলা ভেগা- চিলির অভিনেত্রী ও গায়িকা।

১৭। ম্যাক্সিন ওয়াটারস- কংগ্রেসওম্যান।

১৮। ক্রিস্টোফার উইলিস- ক্যামব্রিজ অ্যানালিটিকার সাবেক গবেষণা পরিচালক, ফেসবুকের তথ্য ফাঁসের কথা প্রথম জানান।

পথিকৃৎ ২২ + বিশ্বনেতা ২৮+ শিল্পী ১৮+ টাইটান ১৪+ আইকন ১৮ = ১০০ জন 



বাংলা ইনসাইডার/ডিজি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭