ইনসাইড গ্রাউন্ড

‘আজ আমরা মুস্তাফিজকে আবার সুযোগ দেব’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

‘তীরে এসে তরী ডুবে যাওয়া’- প্রবাদ বাক্যটির যথার্থ প্রমাণ দিয়ে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচটি দুই বল বাকি থাকতে তিন উইকেটে হেরে হেরে যায় রোহিত শার্মার দল। যা এবারের আসরে তাদের চতুর্থ হার। এর আগে একই ভাবে শেষ ওভারের নাটকে তিন ম্যাচ হেরেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আজ আবার মাঠে নামছে মুম্বাই। এবার তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

এদিকে, একাদশ আইপিএলের সপ্তম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে সম্মুখ লড়াইয়ে নেমেছিল সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ ও মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। নাটকীয়তায় ভরপুর সেই ম্যাচে শেষ বলে মুম্বাই ইন্ডিয়ান্সকে মাত্র ১ উইকেটে পরাজিত করে সানরাইজার্স। সেই ম্যাচে মুস্তাফিজ ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। দল হারলেও চেনা মাঠে ফিজ দেখান তাঁর ঝলক। প্রথম ২ ওভারে ২০ রান দেয়ার পরেও ৪ ওভার করার পর তার বোলিং ফিগার ৪-০-২৪-৩! টি-২০ ক্রিকেটে এমন ফিগার আসলেই দারুণ। তবে শেষ দুই ম্যাচে শুরুটা ভালো করেও শেষটা ভালো হচ্ছে না ফিজের। সেজন্য সমালোচনাও কম হচ্ছে না।

তবে মুস্তাফিজ পাশে পাচ্ছেন তার কোচ মাহেলা জয়াবর্ধনেকে। আজ সানরাইজার্সের বিপক্ষে ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে মাহেলা বলেন, ‘গত ম্যাচে মুস্তাফিজ প্রথম দুই ওভার অনেক ভালো বল করেছে। তাই পরের দুই ওভার আমরা তাঁর ওপর বিশ্বাস রেখে ছিলাম। কিন্তু ভাগ্য আমাদের পক্ষে ছিলোনা । এই জন্য মোস্তাফিজকে ‍দোষ দিয়ে লাভ নেই।‘

মাহেলা আরো বলেন, ‘কোনো বোলারই ইচ্ছে করে খারাপ বল করেনা। বুমরা ১৯তম ওভারে অনেক রান দিয়ে ফেলেছিলো। সত্যি বলতে বিপক্ষ দল ভালো ব্যাটিং করেই জয় লাভ করেছে। আর আজ আমারা মোস্তাফিজকে আবরো সুযোগ দিবো।‘

এদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই জয়ে ফিরতে চায়। এরই মধ্যে পাঁচ ম্য্যাচ খেলে চারটি হেরে বেশ ব্যাকফুটে মুস্তাফিজরা। তাই আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স দলে থাকতে পারে ১টি পরিবর্তন। ম্যাকক্লেনাঘানের পরিবর্তে দলে আসতে পারে নিউজিল্যান্ডের পেসার মিলনে। এমনকি পোলার্ডকেও বাদ দিতে পারে মুম্বাই।


বাংলা ইনসাইডার/ডিআর

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭