ইনসাইড বাংলাদেশ

১০ বছর মেয়াদের পথে রাষ্ট্রপতি আবদুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে বাংলাদেশের এই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপতি হিসেবে ১০ বছর ক্ষমতা থাকার সুযোগ পেলেন তিনি।

আজ মঙ্গলবার বঙ্গভবনে সন্ধ্যা পৌনে ৮ টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাষ্ট্রপতি আবদুল হামিদকে শপথবাক্য পাঠ করান।

আবদুল হামিদ শপথ নিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশে তিনিই একমাত্র ব্যক্তি যিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তাঁর দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর পূর্ণ করলে তিনি হবেন বাংলাদেশের সবচেয়ে বেশি সময়ে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি। 

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতি, বিচারক, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনিয়র রাজনীতিক, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুর পর আব্দুল হামিদ ২০১৩ সালের ২০ মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। আবদুল হামিদ ২০১৩ সালের ২২শে এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪শে এপ্রিল শপথগ্রহণ করেন।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭