ইনসাইড বাংলাদেশ

রানা প্লাজা ট্রাজেডির পাঁচ বছর, রানার ফাঁসির দাবী স্বজনদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

পাচ বছর কেটে গেলেও এখনো থামেনি রানা প্লাজা ধসের ঘটনায় নিহত স্বজনদের আহাজারি। আর যারা আহত হয়ে বেঁচে আছেন তাদেরও অর্থাভাবে সুচিকিৎসা হচ্ছে না।

আজ মঙ্গলবার রানা প্লাজা ট্রাজেডির পাঁচ বছর নিহত শ্রমিকদের স্বজনরা নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রানা প্লাজার মালিক রানার ফাঁসির দাবী করেন। 

শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা বলছেন, শ্রমিকদের কাজের সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রত্যেক শ্রমিকদের ন্যুনতম মজুরী ষোল হাজার টাকা করার দাবীও করেন তাঁরা। শ্রমিকদের অন্যান্য ন্যায্য পাওনাসহ যে দাবী-দাওয়া আছে সেগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করার দাবী করেন তাঁরা।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘এই মামলাগুলোর দৃশ্যমান কোনও অগ্রগতি নেই। আগামী ৫ মে উচ্চ আদালত খোলার পর রানা প্লাজার মামলাগুলোর অগ্রগতি নিয়ে কথা বলব।’ রানা প্লাজা ধসের ৫ বছরে সাভারে রানা প্লাজা ধসের স্থানে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি একথা বলেন।

অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘আমাদের বিচার ব্যাবস্থা যদি সত্যিকার অর্থে কোন বিচার কার্য সম্পাদন করতে চায়, তাহলে তাঁরা অতি অল্প সময়ে বিচার কার্য সম্পাদন করতে পারে।’

পাঁচ বছর পুর্বে ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে মৃত্যু হয় ১ হাজার ১৩৬ জন শ্রমিকের। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক।


বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭