ইনসাইড গ্রাউন্ড

মুম্বাইয়ের সামনে ১১৯ রানের মামুলি টার্গেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

আজ একাদশ আইপিলের ২৩তম মাচের মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আর আগে ব্যাট করে মুম্বাইকে ১১৯ রান টার্গেট দিয়েছে হায়দরাবাদ। ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৮ রান করতে সক্ষম হয় সাকিবের দল।

আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাওয়ান এবং সাহাকে হারিয়ে বিপদে পড়ে সানরাইজার্স। আর এর এই দুই উইকেটই নেন মাকগ্লেনেঘান। ম্যাচের দ্বিতীয় ওভারে চতুর্থ ও যষ্ঠ বলে এই দুই উইকেট তুলে নেন এই বোলার। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক কেন উইলিয়ামসন এবং মনীষ পান্ডে। কিন্তু ২০ রান না পেরোতেই মনীষ পান্ডেকে সাজঘরে ফেরত পাঠান হার্দিক পান্ডিয়া। এরপরেই ক্রিজে নামেন সাকিব। কিন্তু অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে বিদায় নেন সাকিব আল হাসান। এরপর ক্রিজে নামা ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে আবারও অধিনায়ক কেন উইলিয়ামসনের সংগ্রাম। কিন্ত সেই জুটিও ১৭ রানের বেশি এগোতে পারলো না। আর ৮০ রান না পেরোতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে হায়দরাবাদ। এরপর ক্রিজে নামা মোহাম্মাদ নবীকে নিয়ে ইউসুফ বিপদ একটু সামাল দিতেই আবার উইকেট হারায় সানরাইজার্স। আর এবার মোহাম্মাদ নবী। এর শুধু ইউসুফ পাঠানের লড়াই আর অন্যদিক দিয়ে ব্যাটসম্যানদের সাজঘরে হাটা। শেষ পর্যন্ত হায়দরাবাদ ১১৮ রান করতে সক্ষম হয়।

মুম্বাইয়ের হয়ে মারকান্ডে, হার্দিক এবং মাকগ্লেনেঘান দুটি করে উইকেট নেন। মুস্তাফিজ নেন একটি উইকেট। 

 

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭