ইনসাইড গ্রাউন্ড

রেকর্ডের পাতায় সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/04/2018


Thumbnail

আজ আইপিএলে হায়দরাবাদের হয়ে মুম্বাইয়ের বিপক্ষে মাঠে নামার আগে সাকিব দাঁড়িয়ে ছিলেন আরও একটি ইতিহাস গড়ার অপেক্ষায়! যার জন্য প্রয়োজন ছিল মাত্র এক উইকেট। আর বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই ইতিহাস গড়ে ফেললেন সাকিব। টি২০ ক্রিকেটে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে স্পর্শ করলেন ৪০০০ রান ও ৩০০ উইকেটের মাইলফলক।

আজ নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই রোহিত শার্মার উইকেট নিয়ে এইন কীর্তি গড়েন সাকিব। সাকিবের আগে টি২০ ক্রিকেটে এই কীর্তি আছে কেবল একজনেরই। ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।  তিনিই এখনও পর্যন্ত প্রথম এবং একমাত্র ক্রিকেটার যার টি২০তে ৪০০০ রান এবং ৩০০ টি উইকেট রয়েছে।

সর্বশেষ ম্যাচে কলকাতার বিপক্ষেই হয়ে যেত পারতো এই রেকর্ড। কিন্তু ব্যাট হাতে ২৭ রান করে ৪০০০ রানের মাইলফলকটা স্পর্শ করলেও, বল হাতে নেন দুই উইকেট। তাই সেই ম্যাচেই বেড়ে যায় সাকিবের এক উইকেটের অপেক্ষা।  আগের দুই ম্যাচে সুযোগ থাকলেও হয়নি এই রেকর্ড। তাই অপেক্ষাও বাড়ছিল সাকিবের। অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। সাকিব নাম লেখালেন ইতিহাসের পাতায়।

বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭