ইনসাইড পলিটিক্স

’৭৫ পরবর্তী আ. লীগের সংকট এখন বিএনপির’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/04/2018


Thumbnail

৭৫ এর পর আওয়ামী লীগ যে সময় পার করেছে, এখন বিএনপিও সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার রাতে দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে এক বৈঠকে তিনি ঐ মন্তব্য করেন। 

মূলত: দুটি সিটি নির্বাচনে প্রচারণার কৌশল নিয়ে এ বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, জামাতসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই সিটিতে কারা কীভাবে প্রচারণায় অংশ নেবে, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক প্রসঙ্গ। এ প্রসঙ্গে দলের মহাসচিব বলেন, ‘বিএনপি এখন এক কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের এরকম পরিস্থিতি হয়।’ এপ্রসঙ্গে তিনি বলেন, ’৭৫ এর পর সবাই ধরে নিয়েছিল, আওয়ামী লীগ আর থাকবে না। কিন্তু তারা আছে। ৮১ তেও আমাদের (বিএনপি) কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মির্জা ফখরুল বলেন, ‘এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ প্রসঙ্গে যুবদলের একজন নেতা বলেন, ’৭৫ এর পর শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরেছিলেন, ৮১ তে খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিল বলেই দলগুলো টিকে ছিল। কিন্তু এখন কে দলের হাল ধরবে?’ জবাবে ফখরুল বলেছেন, ‘নেতৃত্ব প্রয়োজনেই বেরিয়ে আসবে, কাউকে ঠিক করে দিতে হবে না।’  


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭