ইনসাইড বাংলাদেশ

শ্রমজীবী ভোটারই জয়-পরাজয়ের নিয়ামক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 27/04/2018


Thumbnail

গাজীপুর সিটি নির্বাচনে ভোটের হিসেবে যথেষ্ট প্রভাব দেখা যায় পোশাক শিল্প শ্রমিকদের। সে কারণেই উভয় দলের প্রার্থিদের কাছে নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছে কর্মজীবী ভোটারদের সুযোগ সুবিধার বিষয়।  

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের বর্তমান ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো ৫ লাখ ৭৫ হাজার ৮১৬ এবং ৫ লাখ ৬১ হাজার ২৯৬ জন নারী ভোটার।

গাজীপু্রে বিপুল সংখ্যক পোশাক শ্রমিকের বসবাস। গাজীপুর সিটি কর্পোরেশনের মোট ১১ লাখ ৩৭ হাজার ১১২ জন ভোটারের মধ্যে প্রায় এক চতুর্থাংশই শ্রমিক। তাই ভোটের মাঠে জয়-পরাজয় নির্ধারনে বিশাল ভুমিকা রাখবে এই ভোটাররা।

নির্বাচনের দিন এসব শ্রমজীবীদের ভোটাধিকার নিশ্চিত করতে কারখানা বন্ধ রাখার কথাও জানিয়েছেন বিভিন্ন কারখানার মালিক।

শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, শ্রমিকদের আবাসন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে যিনি পাশে থাকবেন, তাকেই মেয়র ও কাউন্সিলর হিসেবে বেছে নেবেন শ্রমিকরা।  

মেয়র ও কাউন্সিলর প্রাথীদের উন্নয়নের প্রতিশ্রুতি দেয়ার ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন পোশাক শ্রমিকদের দাবি-দাওয়া।

বাংলাইনসাইডার/আরকে/জেডএ   



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭