ইনসাইড পলিটিক্স

জাপায় যাচ্ছেন মওদুদ?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/04/2018


Thumbnail

হঠাৎ করে চুপচাপ হয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। দলের কোনো কর্মকাণ্ডে কয়েকদিন তাঁর উপস্থিতি নেই বললেই চলে। দলের সিনিয়র নেতাদের সান্ধ্যকালীন বৈঠকেও তিনি অনুপস্থিত। তাঁকে দলের অন্য সিনিয়র নেতারা ফোন করলেও তিনি এড়িয়ে যাচ্ছেন। দলের কর্মকাণ্ডে অনুপস্থিত থাকলেও কূটনৈতিক পাড়ায় সরব ব্যারিস্টার মওদুদ। গত ৭ দিনে তিনি অন্তত ৪টি প্রভাবশালী দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ কয়েকজন কর্মকর্তার সঙ্গে গত ২৫ এপ্রিল ব্যারিস্টার মওদুদ নৈশভোজে মিলিত হন। পরদিনই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতীয় দূতাবাসের পদস্থ দুজন কর্মকর্তা। ২৭ এপ্রিল ব্যারিস্টার মওদুদের বাংলাদেশস্থ যুক্তরাজ্য দূতাবাসের কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। গতরাতে ব্যারিস্টার মওদুদ সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন প্রতিনিধির সঙ্গে।

কূটনীতিকদের সঙ্গে ব্যারিস্টার মওদুদের সিরিজ বৈঠক নিয়ে বিএনপিতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যখনই ব্যারিস্টার মওদুদ নিজের স্বার্থে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যান, তখনই তিনি এরকম কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। বিএনপিতে কানাঘুষা চলছে, ব্যারিস্টার মওদুদ কি এবার ডিগবাজি দেবেন? এজন্যই কি তিনি তাঁর বন্ধুদের সঙ্গে পরামর্শ করেছেন? মওদুদ যে দল ভেঙ্গে আলাদা বিএনপি করবেন না, যে ব্যাপারে বিএনপির নেতারা মোটামুটি নিশ্চিত। কারণ বিএনপিতে তাঁর অনুগতের সংখ্যা খুব বেশি নয়। তাহলে কি তিনি অন্য কোন দলে যোগ দেবেন মওদুদ? জাতীয় পার্টিতে ব্যারিস্টার মওদুদ যোগ দিতে পারেন, এমন একটা গুঞ্জন গত কয়েকদিন ধরেই কূটনৈতিক পাড়ায় চাউর হয়েছে। অবশ্য ব্যারিস্টার মওদুদ বলেছেন, এসবই ফালতু গুজব। তবে ব্যারিস্টার মওদুদকে যারা চেনেন তারা জানেন দল বদলে তাঁর জুড়ি মেলা ভার। 

বাংলা ইনসাইডার/ জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭