ইনসাইড বাংলাদেশ

‘নালিশ করে কোনও সুবিধা হবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/05/2018


Thumbnail

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা এ দেশ স্বাধীন করেছিল দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। আওয়ামী লীগের সেটাই কাম্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসে জনগণের সেবা করতে, নিজের সেবা নয়। দেশের মানুষের সেবা, দেশের মানুষের কল্যাণে।’ 

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আওয়ামী লীগ সবসময় মেহনতি মানুষের কথা বলে, তাদের উন্নয়নের কথা বলে। শ্রমিকদের অধিকার আদায়ে সব ধরণের ব্যবস্থাই আমি নিয়েছি। কিন্তু কিছু লোক সামান্য সুযোগ সুবিধার জন্য বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করে, এটা দেশের ভাবমূর্তির জন্য কতটা ক্ষতিকর, তারা তা বোঝেন না। শুধু নালিশই করেন। আমি একটা কথা বলে দিতে চাই, বাইরে কারও কাছে নালিশ করে কোনও সুবিধা হবে না।’

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘দেশের মালিক এবং শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেন বজায় থাকে। কারো উস্কানিতে যেন কলকারখানায় কোনো তাণ্ডব চালানো না হয়। শ্রমিকদের অধিকারের বিষয়ে মালিকদেরকেও আন্তরিক হতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় আরোও বলেন, ‘দেশে আমরা শিল্পায়ন যেমন করব, তেমনি আমাদের কৃষি জমি যেন ধংস না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যত্রতত্র শিল্প-কারখানা নয়, আমাদের পরিবেশ যেন দূষিত না হয় তার ব্যাবস্থা রেখেই আমরা শিল্পাঞ্চল গড়ে দিচ্ছি, যেন আমাদের দেশ এগিয়ে যায়।’

প্রধানমন্ত্রী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কুলি মজুর’ কবিতার একটি অংশও পড়ে শোনান উপস্থিত সবাইকে।

বাংলাইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭