ইনসাইড পলিটিক্স

সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/05/2018


Thumbnail

কেন্দ্রীয় সম্মেলনের আগে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা উত্তর-দক্ষিণের কমিটি ঘোষণা করার সম্ভাবনা খুবই কম বলে জানা গেছে। আগামী ১১ ও ১২ মে ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে এই তিনটি গুরুত্বপূর্ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আর কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে কারা আসবে তা নির্ধারণ করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য ইতিমধ্যে ২৪ জনের সংক্ষিপ্ত একটি তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা এখন আওয়ামী লীগ সভাপতির টেবিলে। আওয়ামী লীগ সভাপতি তাঁর নিজস্ব উদ্যোগে এই সব ছাত্রলীগ কর্মীর ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন।

প্রধানমন্ত্রী গত রাতেও ছাত্রলীগ নিয়ে বৈঠক করেছেন প্রাক্তন কয়েকজন ছাত্রলীগ নেতার সাথে। প্রধানমন্ত্রী খোলামেলা ভাবেই বলেছেন,‘ তারেক জিয়াও বিএনপি ছাত্রলীগকে টার্গেট করেছে।’সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি জামাতের গোপন তৎপরতার খবরও প্রধানমন্ত্রীর কাছে আছে বলে জানিয়েছেন তিনি। একারনেই এবার ছাত্রলীগ সন্মেলন নিয়ে বাড়তি নজরদারি। একটি সূত্র বলছে, প্রয়োজনে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি, সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদকদের ডেকে কথা বলবেন। তাঁদের রাজনৈতিক চিন্তা ও আদর্শ সম্পর্কে প্রশ্ন করবেন। ঐ সূত্র এটাও নিশ্চিত করেছে যে, নির্বাচনের মাধ্যমে এবার কমিটি গঠনের কোন সম্ভাবনা নাই। কারণ সম্মেলন নিয়ে ইতিমধ্যে নানামুখী চক্রান্ত হয়েছে। আওয়ামী লীগের অন্য একটি সুত্র বলছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য নেতাদের কাছে ধর্না দিয়ে লাভ নেই। এবার ছাত্রলীগের কমিটি চুড়ান্ত করবেন প্রধানমন্ত্রী নিজে।

বাংলা ইনইসাইডার 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭