ইনসাইড সাইন্স

স্মার্টফোনে ১৫ মিনিটেই চার্জ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

ফোন চার্জ! সে তো এক ঝামেলার বিষয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় চার্জের কোটা পুরণ করতে। তার উপর ফোনটি যদি হয় স্মার্টফোন তাহলে তো কথাই নেই। তবে ফোন যদি হয় মোটো জি ফাইভ প্লাস তাহলে চার্জ হওয়া মাত্র ১৫ মিনিটের ব্যাপার।

বাজারে এল মোটো জি ফাইভ প্লাস। লেনেভো সংস্থার এই নতুন মোবাইল হ্যান্ডসেটটি গত মাসে বার্সেলোনার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ হয়।

শুধুমাত্র ১৫ মিনিটে চার্জ দিলে পুরো ৬ ঘণ্টা চার্জ থাকবে এই ফোনটিতে। উদ্বোধনী অনুষ্ঠানে মোটো-র ম্যানেজিং ডিরেক্টর জানান, মোটো জি ফাইভ প্লাসে ৩০ শতাংশ বেশি ক্ষমতা সম্পন্ন ব্যাটারি রয়েছে, যা দ্রুত চার্জ হবে।

৩ হাজার এমএএইচ ক্ষমতা সম্পন্ন ব্যাটারিসহ এই ফোনটিতে আরো থাকছে মেটাল বডি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অক্টা-কোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম। 

র‍্যামের ক্ষেত্রে অবশ্য থাকছে দুটি অপশন। ৩ জিবির সাথে ১৬ জিবি মেমরি এবং ৪ জিবি র‍্যামের সঙ্গে ৩২ জিবি মেমরির সুবিধা। ৩ জিবি র‍্যামের মোটো জি ফাইভ প্লাসের দাম ১৪,৯৯৯ টাকা আর ৪ জিবি র‍্যামের দাম ১৬,৯৯৯ টাকা।

বাংলা ইনসাইডার/এমএ/এনএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭