ইনসাইড গ্রাউন্ড

চান্দিমালের শতকে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩৩৮ রান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

শততম টেস্টের প্রথম দিনে বোলিংটা ভালোই করেছিল বাংলাদেশের বোলাররা। প্রথমদিনে শ্রীলঙ্কা দলের ৭ উইকেট ফেলতে সক্ষম হয় তারা। চান্দিমাল ছাড়া লঙ্কান দলের আর কোনো ব্যাটসম্যানই উইকেটে টিকতে পারেননি। তবে দ্বিতীয় দিনে সেই চান্দিমালই বদলে দিয়েছেন খেলার গতিপথ। ভালো খেলে শতকের দেখাও পেয়েছেন তিনি। আউট হওয়ার আগে খেলেছেন ১৩৮ রানের বিশাল ইনিংস। প্রথম ইনিংসে শেষে শ্রীলঙ্কা দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৩৮ রান।

শততম টেস্টে টসে হেরে বোলিং এসে শুরুতেই শ্রীলঙ্কাকে চাপে ফেলে টাইগার বোলাররা। ভালো বোলিং করে প্রথমদিন শেষে ৭ লঙ্কান ব্যাটসম্যানকে ফেরত পাঠায় প্যাভিলিয়নে। তবে দিনেশ চান্দিমাল একাই লড়াই চালিয়ে গিয়েছিলেন এক প্রান্তে।

দ্বিতীয় দিনে শুরু থেকেই রঙ্গনা হেরাথকে সাথে নিয়ে ভালো ব্যাটিং করতে থাকে চান্দিমাল। এই জুটিতে শ্রীলঙ্কা দল পায় ৫৫ রান। দলীয় ২৫০ রানে রঙ্গনা হেরাথকে আউট করে দিনের প্রথম অাঘাত হানে সাকিব আল হাসান। তবে ততক্ষণে শতকের দেখা পেয়ে গেছেন চান্দিমাল।

হেরাথের আউটের পরে সুরাঙ্গা লাকমলকে নিয়ে আবারো ৫৫ রানের জুটি গড়েন চান্দিমাল। দলীয় ৩০৫ রানে ব্যক্তিগত ১৩৮ রানের সময় মিরাজের বলে আউট হন তিনি। 

চান্দিমালের আউটের পরে লাকমল বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন। আক্রমণাত্বক ব্যাটিং করে এই বোলার খেলেন ৩৫ রানের ইনিংস। তবে শেষ পর্যন্ত দলীয় ৩৩৮ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে শুভাশিষের বলে লাকমল আউট হলে প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে শ্রীলঙ্কার।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭