ওয়ার্ল্ড ইনসাইড

ব্রাজিলে পেনশন পদ্ধতি সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

ব্রাজিলে পেনশন পদ্ধতি সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে দেশজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। রাজধানী ব্রাসিলিয়ায় কয়েকশ বিক্ষোভকারী অর্থ মন্ত্রণালয়ের সামনের রাজপথে অবস্থান নিয়েছে।এদিকে সাও পাউলোতে বিক্ষোভকারীদের কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

প্রেসিডেন্ট মিচেল টিমার বলেছেন, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে পেনশন হ্রাস ও অবসরের বয়সসীমা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।

সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী অবসরের বয়সসীমা ন্যূনতম ৬৫ বছর করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে জনগণ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে। বর্তমানে অনেকে ইচ্ছে করলেই ৫৪ বছর বয়সেই পেনশন তুলতে পারেন।
কিন্তু প্রেসিডেন্ট টিমার বলেন, পেনশন পদ্ধতির ধস প্রতিরোধে এই সংস্কার জরুরি।
তিনি আরো বলেন, পর্তুগাল, স্পেন বা গ্রিসের মতো অর্থনৈতিক সংকটে পড়তে না চাইলে দেশে এই মুহূর্তেই কৃচ্ছ্রতামূলক পদক্ষেপের প্রয়োজন। উল্লেখ্য, ব্রাজিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে।

যদিও বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের এই যুক্তির সঙ্গে একমত নয়। রিও ডি জেনেরিওতে বিক্ষোভরত শিক্ষিকা মিরনা আরেগোন বলেন, "আমরা আমাদের দেশের ভবিষ্যতের জন্য বিক্ষোভ করছি।"


বাংলা ইনসাইডার/ এসএফ 




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭