ইনসাইড বাংলাদেশ

‘পাহাড়ি ও বাঙালি আলাদা কিছু নয়’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/05/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘পাহাড়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। সারা দেশের মতো পার্বত্য অঞ্চলের উন্নয়নেও সজাগ রয়েছে সরকার। পাহাড়ি ও বাঙালি আলাদা কিছু নয়।’

আজ রোববার সকালে গণভবন থেকে বান্দরবান জেলার প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রী একথা বলেন। এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হাত থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি পাশ করাদের অভিনন্দন জানাই। আবার যারা পাস করতে পারেনি, তাদেরও অভিনন্দন জানাই। যারা অকৃতকার্য হয়েছে, তারাও তো চেষ্টা করেছে।’

অভিভাবকের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই। তাদের অনুপ্রাণিত করতে হবে, তারা যেন ভবিষ্যতে ভালো করতে পারে।

বাংলা ইনসাইডার/জেডএ

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭