ইনসাইড বাংলাদেশ

নাইকো দুর্নীতি: দুদকের আপিল আবেদন মুলতবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতির মামলায় হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল করেছিলো দুদক। বৃহস্পতিবার আপিলের আবেদন এক সপ্তাহের জন্য মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশীদ আলম খান। হাইকোর্টের আদেশ এখনো হাতে পাননি উল্লেখ করে তিনি বলেন, “সময় আবেদন করেছি এবং আদালত এক সপ্তাহের জন্য মামলার কার্যক্রম মুলতবি করেছেন।“

উল্লেখ্য, খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ৭ মার্চ হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ নাইকো মামলার ওপর রুল জারি করেন এবং মামলার কার্যক্রম স্থগিত করে আদেশ দেন।এরপরই হাইকোর্টের ঐ আদেশ স্থগিত চেয়ে আপিল আবেদন করে দুর্নীতি দমন কমিশন।

দুদকের করা এই আবেদন শুনানি নিয়ে ১২ মার্চ আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিষয়টি ১৬ মার্চ শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে আদেশ দেন। খালেদা জিয়াসহ ১১ আসমির বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতে।

ঊল্লেখ্য, ২০০৭ সালের ৯ ডিসেম্বরে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। পরের বছরের ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। যাতে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।

এর আগে, ১ ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ক্ষেত্রে নাইকো দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশে মওদুদ আহমেদের মামলায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেন আদালত।


বাংলা ইনসাইডার/আরএস/এসএফ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭