ইনসাইড পলিটিক্স

জাহাঙ্গীর-আজমত দ্বন্দ্বেই স্থগিত হলো গাজীপুর নির্বাচন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/05/2018


Thumbnail

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত হয়ে গেছে। বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে মনোনয়নপ্রাপ্ত আওয়ামাী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলমের সঙ্গে মনোনয়ন বঞ্চিত আওয়ামী লীগ নেতা আজমত উল্লাহর ঠাণ্ডা লড়াইয়ের জের হিসেবেই গাজীপুর সিটি নির্বাচন হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। সীমানা বিরোধ সংক্রান্ত কারণে হাইকোর্টে রিট করেন এ বি এম আজহারুল ইসলাম সুরুজ। তিনি সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, আজহারুল ইসলাম সুরুজ আজমত উল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। আজমত উল্লাহ মনোনয়ন বঞ্চিত হবার পর ভেতরে-ভেতরে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করছিলেন বলে কেন্দ্র থেকে অভিযোগ উঠেছিল। যদিও, তিনিই ছিলেন জাহাঙ্গীর আলমের নির্বাচনী এজেন্ট। গত সপ্তাহে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজমত উল্লাহকে কোনোরকম বিরোধিতা করা থেকে বিরত থাকতে বলেন। আজমত উল্লাহর লোকজন ভাবগতি দেখে জাহাঙ্গীর আজমত উল্লাহ এবং তাঁর লোকজনকে বাদ দিয়ে নির্বাচনী প্রচারণার ছক কষা শুরু করেন। জাহাঙ্গীর আলম যখন আজমত উল্লাহর ছায়া থেকে বেরিয়ে এসে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, তখনই এই রিট এবং হাইকোর্টের স্থগিতাদেশ।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭