ইনসাইড গ্রাউন্ড

একজন মানজুরুল ইসলাম রানা ও অাক্ষেপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

বাংলাদেশ ক্রিকেট সর্বপ্রথম বিশ্বমানের অলরাউন্ডার দেখে সাকিব আল হাসানের মাঝে। ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেন সাকিব। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট একজন ‘পারফেক্ট অলরাউন্ডার’কে পেতে যাচ্ছিল। তিনি মানজুরুল ইসলাম রানা। কিন্তু সৃষ্টিকর্তা লিখে রেখেছিলেন অন্য কিছু।

১৬ মার্চ ২০০৭ সাল। পরের দিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু তার আগেই ড্রেসিংরুমে চলে আসে খবরটা। সতীর্থ মানজুরুল ইসলাম রানা যে আর নেই। মাথায় আকাশ ভেঙে পড়লো সবার মাথায়। দলে রানার সবচেয়ে কাছের বন্ধু মাশরাফি। সেদিন জ্বর ছিল তার। তার মাঝেই খবরটা শোনেন তিনি। ঠিক কিভাবে কি হলো তা আসলে জানা যায়নি তবে এমন একটা কঠিন সময়ে হঠাৎ করেই এক হয়ে গেল দল। শোককে শক্তিতে রুপান্তর করে "রানার জন্য খেলা"তে ভারত বধের বীজ বুনে দিলেন মাশরাফির একটি কথা- ভারতকে ধইরে দেবানে। আর তারপরের ইতিহাস আমাদের সবারই জানা।

মাত্র ৬ টেস্ট ও ২৫ ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান দিয়ে হয়তো কিছুই বোঝা যাবে না। তবে বেঁচে থাকলে হয়তো সাকিবের সাথে টপ অলরাউন্ডারের জায়গাটা নিয়ে নিয়মিত মিউজিক্যাল চেয়ার খেলতেন রানা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেটা আর সম্ভব হয়ে উঠেনি তার। সবাইকে কাঁদিয়ে অাজ থেকে দশ বছর আগে এই দিনে এক মোটর সাইকেল এক্সিডেন্টে না ফেরার দেশে চলে যানা তিনি।

রানার মৃত্যুবার্ষিকীর আশেপাশের দিনগুলোর খেলাগুলোর বাংলাদেশ খেলতে নামে রানার জন্যই। রানার প্রথম মৃত্যুবাষিকীর দুদিন পর ১৮ মার্চ ২০০৮-এ ঢাকায় বাংলাদেশ হারিয়েছিল আয়ারল্যান্ডকে। রানার বন্ধু মাশরাফি সেদিন ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছিলেন।

২০১১ সালের ১১ মার্চ ইংল্যান্ড ও ১৪ মার্চ নেদারল্যান্ডকে হারায় বাংলাদেশ। আর ২০১২ সালে ঠিক রানার মৃত্যু দিবসের দিন, এই ১৬ মার্চ ঢাকায় ছিল এশিয়া কাপে বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচ। আবার ম্যাচের আগের রাতে মাশরাফি সতীর্থদের বলেছিলেন, ”চল, রানার জন্য খেলি।” সেই ম্যাচেও জয় পেয়েছিল বাংলাদেশ। ২০১৪ সালে রানার মৃত্যুবার্ষিকীর দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ হারিয়েছিল আফগানিস্তানকে।

নিজেদের ক্রিকেট ইতিহাসের শততম টেস্টে বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে বাংলাদেশ। রানার মৃত্যুবার্ষিকীর একদিন আগে শুরু হওয়া এই টেস্ট ম্যাচটিও হয়তো বাংলাদেশ জিততে চাইছে বাংলাদেশ।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭