ইনসাইড পলিটিক্স

`আ. লীগের ঘাড়ে দোষ চাপানো একটা ফ্যাশন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/05/2018


Thumbnail

‘যাই ঘটুক আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানো এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে।’ এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্তব্য করেই তিনি বললেল‘যা কিছু হারায় – কেষ্টা বেটাই চোর।’ আজ সকালে মন্ত্রিসভার বৈঠকের শেষে গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ঐ মন্তব্য করেন।

আলোচ্য সূচির শেষে দু-একজন মন্ত্রী গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গ তোলেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কথায় কথায় আওয়ামী লীগ আর সরকারের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। গাজীপুরে আমরাই নির্বাচন চাইলাম। আদালত নির্বাচন স্থগিত করল। দোষ দেওয়ার চেষ্টা হচ্ছে আওয়ামী লীগের উপর।’ প্রধানমন্ত্রী বলেন, কাল জাহাঙ্গীরের সঙ্গে আমার কথা হয়েছে। আমি তাঁকে কোর্টে যেতে বলেছি।’

শেখ হাসিনা বলছেন, ‘বেগম জিয়ার রায় দিলো কোর্ট। জামিন স্থগিত করলো আদালত। দোষ হলো আমাদের।’ তিনি বলে ‘অবস্থা এমন দাঁড়িয়েছে সড়ক দুর্ঘটনা হলেও সরকারের কাঁধে দোষ চাপানোর চেষ্টা হয়।’

এ সময় দলের সাধারণ সম্পাদক বলেন,‘ আমরা গাজীপুরে এগিয়ে ছিলাম। জাহাঙ্গীরের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচনে জয় পরাজয় নিয়ে আমি ভাবি না। আমি ভাবি মানুষের ভোটের অধিকার নিয়ে। আমরাই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি।’ তিনি বলেন, ‘নির্বাচনে সরকারের কোনো হাত নেই। কিন্তু কিছু জ্ঞানপাপী সবকিছুর মধ্যে সরকারকে না জড়ালে শান্তি পায় না।’

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭