ইনসাইড বাংলাদেশ

সিপিএভুক্ত দেশগুলোর একসাথে কাজ করার আহবান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তিকে সুসংহত করতে ও গণতান্ত্রিক অভিযাত্রায় বিশ্বের তরুণ সমাজকে আগ্রহী করে তুলতে সিপিএভুক্ত দেশসমূহকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে স্কটিশ কনজারভেটিভ অ্যান্ড ইউনিয়নিস্ট পার্টির নেতা রুথ ডেভিডসন স্কটিশ পার্লামেন্টে সাক্ষাৎ করেন।

এসময়ে সিপিএ’র সেক্রেটারি জেনারেল আকবর খাঁন ও সিপিএ এর নির্বাহী কমিটির সদস্য ইমরান আহমদ উপস্থিত ছিলেন।

বৈঠকে তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিশ্ব রাজনীতি, সন্ত্রাসবাদ ও দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, “এই তরুণ সমাজকে গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সম্পৃক্ত করে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে।”

তিনি কমনওয়েলথভূক্ত দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

কমনওয়েলথের মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করার আহবান জানান ড. শিরীন।

পরে স্পিকারের সাথে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার ও সিপিএ স্কটল্যান্ড ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট রাইট অনার নিকোলা স্টারজেন সাক্ষাৎ করেন।


বাংলা ইনসাইডার/আরএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭