ইনসাইড আর্টিকেল

সফলতা চাইলে ৫ অভ্যাসকে না বলুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

শিষ্টাচার সাফল্যের অন্যতম পূর্বশর্ত। ঘরে, বাইরে, কর্মক্ষেত্রে এমনকি পরিবারেও আপনাকে শিষ্টাচার মেনে চলতে হবে। এটি একটি জীবনব্যাপী চর্চার বিষয়। এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে জনপ্রিয় ম্যাগাজিন এন্টারপ্রেনার। নিবন্ধে প্রত্যেক ব্যক্তিকে ৫ ধরনের আচরণ থেকে সারাজীবন দূরে থাকতে বলা হয়েছে। এই আচরণগুলো তাকে আদবকেতা বা শিষ্ঠাচার থেকে দূরে সরিয়ে রাখে। তাই কর্মক্ষেত্রে সফলতা চাইলে এই ৫ আচরণকে না বলতে হবে।

আমি সেরা
অনেকেই ভেবে থাকেন- আমিই সেরা, আমিই ঠিক, আমি যা করছি সেটাই সঠিক। তবে এ ধরনের আচরণ কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনের জন্য ক্ষতিকর। তাই এগুলো ত্যাগ করুন। কখনোই সহকর্মীদের মাঝে নিজেকে ‘একক ও অনন্য’ দাবি করবেন না। চেষ্টা করবেন সবার সাথে সমানভাবে মিশতে।

দেখবো না, শুনবো না, শিখবো না
এক ধরনের মানুষ আছেন যারা ভয়ানক নির্লিপ্ত। তারা দেখতে চান না, শুনতে চান না এমনকি শিখতেও চান না। তবে সময়ের সঙ্গে তাদের এই ধরনের অচরণে পরিবর্তন আনা উচিত। তাদেরকে স্পষ্টবাদী হতে হবে। চোখ-কান খোলা রেখে চারপাশ থেকে শিক্ষা নিতে হবে।

বাচালতা পরিত্যাগ করুন
সবসময় শুধু বকবক করবেন না। এটা বাচালতার লক্ষণ। তাই কথা বলার আগে ভেবেচিন্তে বলুন। প্রবাদ আছে, কথায় চিড়ে ভেজে। তাছাড়া বেশি কথা বলা ব্যক্তিত্বহীনতার জন্ম দেয়। তাই কম কথা বলে কাজ বেশি করুন। প্রয়োজনীয় কথার বাইরে কোনো কথা নয়।

ভাবিয়া করিও কাজ
প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অতএব কোনো কাজের আগে দশবার ভাবুন। বিশেষ করে কোনো চাকরিতে যোগ দেওয়ার আগে একাধিকবার ভাবুন। যে প্রতিষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানের তথ্য যোগার করুন, তারপর চাকরিতে যোগ দিন।

নতুনকে গ্রহণ করুন
নতুনকে গ্রহণ করুন। অনেকেই আছেন যারা নতুন কিছুকে গ্রহণ করতে ভয় পান। তারা গতানুগতিক জীবনকে ভালোবাসেন। এসব ব্যক্তিরা জীবনে সফল হোন খুব কম। কর্মক্ষেত্রে সফল হতে হলে নতুনত্বকে গ্রহণ করুন। ভিন্নতাকে আলিঙ্গন করুন এবং মেনে নিন।

বাংলা ইনসাইডার/আরকে/এন্টারপ্রেনার




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭