ইনসাইড পলিটিক্স

‘ড. কামাল এ সময়ের মোশতাক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/05/2018


Thumbnail

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘ড. কামাল হোসেন হলো এ সময়ের মোশতাক। খুনি খন্দকার মোশতাক যেমন বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে জোর করে ক্ষমতা দখল করেছিল, ড. কামাল সেই একই স্বপ্ন দেখছেন। কিন্তু ড. কামাল ভুলে গেছেন এটা ১৯৭৫ নয়, এটা ২০১৮।’

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ড. কামাল হোসেনের কিছু বক্তব্যের প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী বাংলা ইনসাইডারের কাছে এই মন্তব্য করেন। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ঐক্য প্রক্রিয়ার এক আলোচনা অনুষ্ঠানে ড. কামাল হোসেন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। গত কিছুদিন ধরেই সাবেক আওয়ামী লীগ নেতা অভিযোগ করছেন যে আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় আছে।

প্রেসক্লাবের ওই অনুষ্ঠানে ড. কামাল হোসেন বলেছেন, ‘গাজীপুর সিটি নির্বাচন হলে আওয়ামী লীগের জামানত বাজেয়াপ্ত হতো। আওয়ামী লীগের প্রার্থী ১০ শতাংশ ভোটও পেত না।’

এ ব্যাপারে বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘কামাল হোসেন ১৯৯১ সালে আওয়ামী লীগ ছেড়েছে। তারপর যতোগুলো নির্বাচন করেছেন সবগুলোতেই তাঁর নিজের জামানত বাজেয়াপ্ত হয়েছে।’ তিনি বলেন, ‘আওয়ামীলীগ তাঁর মত অস্তিত্বহীন পরগাছা নয়। আওয়ামী লীগ কতটা জনপ্রিয় সে সার্টিফিকেট ড. কামালের মতো শেকড় বিহীন দালালদের কাছে নিতে হবে না।’ কৃষিমন্ত্রী বলেন, ‘ড. কামাল এখন আবার দেশকে অশান্ত করার ঠিকাদারি নিয়েছেন। আমরা এবার এসব দালালদের মূল উৎপাটন করবো।’

বাংলা ইনসাইডার



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭