কালার ইনসাইড

তরুণ শিল্পীদের ‘মেলোডি উইথ বনী’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

নতুন অডিও লেবেল টিয়ারা স্টুডিওর ব্যানারে অনলাইনে মুক্তি পেয়েছে পাঁচ সংগীতশিল্পীকে নিয়ে মিশ্র অ্যালবাম বনী আহমাদ ফিচারিং মেলোডি উইথ বনী। গানগুলো গেয়েছেন শাওন গানওয়ালা, লিমন চৌধুরী, কেয়া রহমান, শাকিলা শুক্লা ও বনী আহমাদ নিজে।

গানের কথা লিখেছেন টি এম সাব্বির ও সাইফ হাসনাত। অ্যালবামটির পৃষ্ঠপোষকতা করেছে নার্ড ক্যাসেল লিমিটেড ও বিটবার্ডস সলিউশন।

সম্প্রতি কারওয়ান বাজারের বেসিস অডিটোরিয়ামে হয়ে গেল এর প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অ্যালবামের সঙ্গে জড়িত শিল্পীবৃন্দ এবং সংগীতশিল্পী জয় শাহরিয়ার, মিউজিক ভিডিও নির্মাতা চন্দন রায়।

অ্যালবামের কম্পোজার বনী আহমাদ বলেন, “যদিও এটাকে অ্যালবাম বলা হচ্ছে, কিন্তু এটি পাঁচটি ভিন্ন ভিন্ন গানের একটি কমন মোড়ক। প্রতিটি গানই আমরা অনেক সময় দিয়ে করেছি। শ্রোতারা বেশ কিছু রোমান্টিক ঘরানার গান একসঙ্গে পাবেন এই অ্যালবামটিতে।”

শ্রোতাদের কথা ভেবে গানগুলো ডিজিটাল ফরম্যাটে মুক্তি দেয়া হয়েছে মিউজিক অ্যাপ্লিকেশন জিপি মিউজিকে। এ ছাড়া টিয়ারার ওয়েবসাইট এবং অফিশিয়াল ইউটিউব পেজ থেকে গানগুলো শোনা যাবে। শিগগিরই এই অ্যালবামের মিউজিক ভিডিও তৈরি হবে।


বাংলা ইনসাইডার/এমআরএইচ/এসআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭