ইনসাইড পলিটিক্স

কোটা সংস্কার আন্দোলন: হার্ড লাইনে যাবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/05/2018


Thumbnail

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলনে গেলে সরকার হার্ডলাইনে যাবে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র, নতুন আন্দোলনের ঘোষণার পর সরকারের কঠোর অবস্থানের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আজ দুপুরে আন্দোলনকারীরা নতুন করে কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল বুধবার মানববন্ধন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুপুরের পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে, কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীরা যেন কোনো সড়ক অবরোধ না করে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। সরকারি সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন, এরপর এনিয়ে আর কোনো নতুন আন্দোলন করার যৌক্তিকতা নেই। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়ন হবে একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে। সরকার নতুন করে এই আন্দোলনকে কোনো মহলে মদদপুষ্ট বলে মনে করছে। বিশেষ করে, এই আন্দোলনকে নতুন করে উসকে দেওয়ার ক্ষেত্রে বিএনপি-জামাতের হাত আছে বলেও সরকার মানে করেছে। সরকার দেখতে চায়, আগামীকালের মানব বন্ধন কর্মসূচির পর, আন্দোলনকারীরা নতুন কি কর্মসূচি দেয়। ধারাবাহিক কর্মসূচিতে গেলে সরকার আন্দোলন বন্ধের জন্য যা করা দরকার তাই করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘যেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহান জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন, সেখানে এনিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টির চেষ্টা অনাকাঙ্ক্ষিত।’


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭