ইনসাইড গ্রাউন্ড

স্মিথের ব্যাটে ভরসা অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

প্রথম টেস্টে দাপটের সাথে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে বাজে ভাবেই হেরেছিল অস্ট্রেলিয়া। তবে মাঠের লড়াই থেকে এই সিরিজের সবচেয়ে আলোচিত বিষয় হলো কথার লড়াই। ভারত-অস্ট্রেলিয়ার খেলার আগে উত্তেজনার পারদ থাকে অনেক উপরে। মাঠের বাইরেও অনেক কিছু নিয়ে আলোচিত হয় এই দু’দলের খেলায়।

এই সিরিজেও তার ব্যতিক্রম হয়নি। মাঠের খেলা ছাড়াও কথার ‍যুদ্ধ চলেছে অনেক। হয়েছে অনেক সমালোচনা। তবে মাঠের বাইরে যতই কথার লড়াই হোক না কেনো মাঠে অস্ট্রেলিয়ার ভরসার নাম স্টিভ স্মিথ। আগের দু’ম্যাচের মত তৃতীয় ম্যাচেও তারই পুনরাবৃত্তি হচ্ছে। স্টিভ স্মিথের ৯৪ উপর ভরসা করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে অজিরা। প্রতিবেদনটি লেখার সময় অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ৪ উইকেটে ২ রান। ব্যাটিংয়ে আছেন স্মিথ (৯৪) ও ম্যাক্সওয়েল (৫৩)।

তৃতীয় ম্যাচের প্রথম দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ম্যাট রেনশ ভালো সূচনা এনে দেন দলেও হয়ে এই দু’ব্যাটসম্যান প্রথম উইকেট জুটিতে তোলেন ৫০ রান। ব্যক্তিগত ১৯ রানে ডেভিড ওয়ার্নার আউট হলে ব্যাটিংয়ে নামেন স্টিভ স্মিথ। তবে রেনশর সাথে তার জুটিটি খুব বেশি বড় হয়নি। দলীয় ৭০ রানের সময় যাদবের বলে রেনশ (৪৩) আউট হলে ৩০ রানেই জুটি ভাঙে তাদের।

রেনশর পরে নামা শন মার্শও টিকতে পারেনি বেশিক্ষণ। দলীয় ৮৯ রানে মার্শ আউট হলে চাপে পড়ে অজিরা। সেখান থেকে হ্যান্ডসকম্বকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন স্মিথ। দলীয় ১৪০ রানে হ্যান্ডসকম্ব আউট হলে এই জুটি ভাঙে।

হ্যান্ডসকম্ব আউটের হলে গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে জুটি গড়েন অধিনায়ক স্মিথ। এখন পর্যন্ত এই জুটি থেকে এসেছে ১০২ রান। এই দু’ব্যাটসম্যান ভারতীয় বোলারদের খুব ভালো ভাবেই সামাল দিচ্ছেন।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭