ইনসাইড বাংলাদেশ

গার্হস্থ্য ছাত্রীদের মুখোমুখি ঢাবি ও হকাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান করছে কলেজের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় হকাররা।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা অবস্থান করছে নিউমার্কেট মোড়ে। এর কয়েকশ’ গজ দূরে নীলক্ষেত মোড় ও ভিসি চত্বর এলাকায় অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ’ শিক্ষার্থী।

অপরদিকে গাউছিয়ার দিক থেকে মিছিল নিয়ে হকারদের একটি দল অবস্থান করছে গার্হস্থ্য অর্থনীতির ছাত্রীদের অবস্থানের কাছাকাছি। তাদের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে।

তিন পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ নিউ মার্কেট ও নীলক্ষেত মোড় হয়ে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে জাতীয় প্রেসক্লাব থেকে শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি ও ধানমণ্ডি এলাকায়। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অবস্থান নিয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

উল্লেখ্য, সোমবার (১৩ মার্চ) থেকে গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটের মর্যাদা দেয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় ও নিউমার্কেট এলাকা অবরোধ করে আন্দোলন করে আসছে কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছেন তারা।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭