ইনসাইড আর্টিকেল

পাহাড়ের নদী সাঙ্গু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

নদী মাতৃক দেশ আমাদের বাংলাদেশ। বাংলা ইনসাইডারের প্রতিদিনের নদী পরিচিতি আয়োজনে আজকের পর্বে থাকছে বান্দরবানের সাঙ্গু নদী।

উৎপত্তি
এটি একটি সীমান্ত নদী। আরকান পর্বত ও মিয়ানমার থেকে উৎপত্তি লাভ করে বান্দরবান জেলার থানচিতে বাংলাদেশে প্রবেশ করেছে।

প্রবাহ
নদীটি থানচি, রুমা, রোয়াংছড়ি, বান্দরবন সদর , সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালী অতিক্রম করে বঙ্গপোসাগরে মিলিত হয়েছে। এই নদীর তীরে অবস্থিত থানচি, রুমা ও বান্দরবান উপজেলা সদর। চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়েতে দোহাজারী ব্রিজ এই নদীর ওপরে। সাঙ্গু নদী বড় মধু, ছোট মধু রোমাক্রি, থানচি, বালিপাড়া, রুমা, বান্দরবান, বাজালিয়া, দোহাজারী, খাগরিয়া, বৈলতলি, গারিঙ্গ, তৈলার দ্বীপ হয়ে বঙ্গপোসাগরে মিশে গেছে।

উল্লেখযোগ্য স্থান
যে সব উপজেলার পাশ দিয়ে সাঙ্গু বয়ে গেছে সেগুলো হল থানচি, রুমা, রোয়াংছড়ি, বান্দরবন সদর, সাতকানিয়া, চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালী।

গুরুত্ব
বান্দরবান ও চট্টগ্রাম জেলার জন্য সাঙ্গু নদীর গুরুত্ব অত্যাধিক।

স্মরনাতীতকাল থেকে সাঙ্গু ও শঙ্খ নদীকে দেবীজ্ঞানে পূজা-অর্চনা করার প্রথা পার্বত্য আদিবাসীদের মধ্যে লক্ষ করা যায়।

ভগবান বুদ্বের অষ্টধাতুনির্মিত বুদ্বমূর্তি এই নদীতে এনে মহাসমারহে পবিত্র স্নান করানো হয়।

এই নদীকে কেন্দ্র করে চট্টগ্রামের আঞ্চলিক গানের দুই জনপ্রিয় শিল্পী শ্যমসুন্দর বৈষ্ণব ও শেফালী ঘোষের কন্ঠের গান স্মরণীয় হয়ে আছে।

সাঙ্গুর মোহনার অদূরে কুতুবদিয়া দ্বীপ ও বাতিঘর অবস্থিত।

ভিন্ন নাম
সাঙ্গুর উজানে এই নদীকে মারমারা বলে সাবক সিয়্যাং। বান্দরবনের কাছে এর নাম খিয়্যাং। বোমাং রাজার সম্মানে তারা এই নাম দিয়েছে বলে জানা যায়।

দৈর্ঘ্য ও প্রস্থ
নদীর দৈর্ঘ্য ১৮০ কিমি, প্রস্থ ১৫০ মিটার।

গভীরতা
গভীরতা ১৫ মিটার।

আয়তন
নদীর অববাহিকার আয়তন ১ হাজার ২৭৫ বর্গকিমি।

পানিরা প্রবাহ
এই নদীর পানিপ্রবাহ বারমাসি প্রকৃতির। মার্চ-এপ্রিল মাসে পানিপ্রবাহ কম থাকে। তখন প্রবাহের পরিমান ১ ঘনমিটার/সেকেন্ড। আর জুলাই-অগাস্ট মাসে পানি প্রবাহ সবচেয়ে বেসি থাকে। তখন প্রবাহের পরিমান ২হাজার ৭০০ ঘনমিটার/সেকেন্ড। পানির গভীরতা ১৫ মিটার।

জোয়ার-ভাটা
চন্দনাইশ, আনোয়ারা ও বাঁশখালী অংশে জোয়ার-ভাটার প্রভাব লক্ষ করা যায়। সাধারণত বন্যায় নদীর পানি প্লাবিত হয় না।

এই নদীর অববাহিকায় পানি উন্নয়ন বর্ডের লালুটিয়া সেচ প্রকল্প আছে।

তথ্য উৎস : বাংলাদেশের নদী কোষ

বাংলা ইনসাইডার/আরকে




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭