ওয়ার্ল্ড ইনসাইড

পশ্চিমবঙ্গে মেট্রোরেল প্রকল্পে বরাদ্দ বাড়ল


প্রকাশ: 04/02/2017


Thumbnail

ভারতের কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের রেল প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের বড় অংশ রাখা হয়েছে মেট্রোরেলের খাতে। আগেই ধারণা করা হয়েছিল রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হতে পারে, যা শুক্রবার নথি প্রকাশিত হওয়ার পর বিস্তারিত জানা যায়।

বরাদ্দকৃত ৬,৩৩৬ কোটি টাকার বড় অংশ রাখা হয়েছে বকেয়া মেট্রো প্রকল্পের কাজ শেষ করার জন্য। যার মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের বরাদ্দ ৫০০ কোটি থেকে বেড়ে হয়েছে ১,৯৩৭ কোটি টাকা। নোয়াপাড়া-বারাসাত মেট্রো প্রকল্পে বরাদ্দ বেড়ে হয়েছে ২২০ কোটি টাকা এবং নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পে বরাদ্দ বেড়ে হয়েছে ২৫০ কোটি টাকা। তবে জোকা-বি বা দি বাগ মেট্রো প্রকল্পের বরাদ্দকৃত ৯০ কোটি টাকা কমে এবার ৫০ কোটি টাকা হয়েছে।

এছাড়াও সাগর থেকে ডানকুনি পর্যন্ত ১৩৮ কিলোমিটার দীর্ঘ রেল পথের সমীক্ষার কাজ হবে এবং কৃষ্ণনগর আপ লাইনে জলঙ্গির উপর নতুন সেতু ও লেভেল ক্রসিংগুলোর মানোন্নয়নেও টাকা বরাদ্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন পূর্বরেলের জেনারেল ম্যানেজার ঘনশ্যাম সিংহ।


বাংলা ইনসাইডার/এসএফ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭