ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের ভালো শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

ক্রিকেট ইতিহাসের শততম টেস্টে কলম্বোর পি. সারা ওভালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করা ৩৩৮ রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ।বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও সৌম্য সরকার শুরু থেকেই ভালো খেলতে থাকেন। উদ্বোধনী জুটিতে এই ‍দু’ব্যাটসম্যান নেন ৯৫ রান। ব্যক্তিগত ৪৯ রানে তামিম ইকবাল ও দলীয় ১৩০ রানে সৌম্য সরকার (৬১) অাউট হন। তাদের আউটের পরে বাংলাদেশ দলের হাল ধরেছের ইমরুল ও সাব্বির রহমান। প্রতিবেদনটি করার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৩ রান। ব্যাটিংয়ে থাকা ইমরুল ও সাব্বির উভয়ই ২৩ রানে অপরাজিত অাছেন।

আগে টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। বোলিংয়ে এসে শুরু থেকেই বাংলাদেশের বোলাররা চাপে ফেলে লঙ্কানদের। বাংলাদেশি বোলারদের দাপুটে বোলিংয়ে প্রথম দিনে ৭ উইকেটে ২৩৮ রান তোলে লঙ্কানরা। বাংলাদেশি বোলারদের বিপক্ষে চান্দিমাল ছাড়া আর কোনো লঙ্কানই ভালো করতে পারেনি। যদিও ভাগ্যগুণে অাউট হয়েও বেঁচে যান তিনি।

জীবন পেয়ে সুযোগটা ভালোই কাজে লাগায় চান্দিমাল। অন্যপ্রান্তে উইকেটের আসা যাওয়া থাকলেও শতক তুলে নেন এই ব্যাটসম্যান। লোয়ার অর্ডারে হেরাথ ও লাকমলকে সাথে নিয়ে জুটি গড়ে দলীয় ৩৩৮ রান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চান্দিমাল।

শ্রীলঙ্কাকে ৩৩৮ রানে অল আউট করে দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও সৌম্য সরকার ভালো শুরু করে। এই দু’ব্যাটসম্যান ৯৫ রানের জুটি গড়ে দলের জন্য ভালো সূচনা এনে দেন। ব্যক্তিগত ৪৯ রানে তামিম আউট হলে ইমরুলকে নিয়ে জুটি গড়েন সৌম্য। এই জুটি মাত্র ৩৫ রান যোগ করতেই আউট হন সৌম্য (৬১)।

সৌম্যর বিদায়ের পরে ব্যাট করতে আসেন সাব্বির রহমান। সাব্বির ও ইমরুল মিলে এখন পর্যন্ত করেছেন ৩৩ রানের জুটি।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭