ইনসাইড সাইন্স

স্ন্যাপচ্যাটকে অনুকরণ করেছে ভাইবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 16/03/2017


Thumbnail

স্ন্যাপচ্যাটকে নকল করছে অনেকেই। এই তালিকায় রয়েছে ফেসবুকের মতো সামাজিক মাধ্যমও। তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে ভাইবার।

সিক্রেট চ্যাট ফিচারের জন্য বেশ জনপ্রিয় স্ন্যাপচ্যাট। এই ফিচারের মাধ্যমে মেসেজের সময় নির্ধারণ করে দেওয়া যায়। আর এ কারণে স্ন্যাপচ্যাটে পাঠানো মেসেজটি নির্দিষ্ট সময় পর নিজে থেকেই মুছে যায়।

দুদিন আগেই আইওএস এবং আন্ড্রয়েড ডিভাইসের জন্য আপডেট উন্মুক্ত করেছে ভাইবার। এই আপডেটে স্ন্যাপচ্যাটকে নকল করেছে ভাইবার। তারা এখানে ‘সিক্রেট চ্যাট’ ফিচার যোগ করেছে।

ভাইবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাদের গ্রাহক সংখ্যা ৮০ কোটি। তবে সক্রিয় গ্রাহক কতজন তা জানায়নি প্রতিষ্ঠানটি।

ভাইবারের নতুন আপডেটে স্বয়ংক্রিংভাবে মেসেজ মুছে যাবে। এছাড়া কেউ যদি তার স্ক্রিনশট তুলে থাকেন তবে সেটিও অপর প্রান্তের গ্রাহককে সতর্ক করা হবে বলে জানানো হয়। যে ফিচারটিও প্রথম চালু করে স্ন্যাপচ্যাট।

বাংলা ইনসাইডার/আরকে




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭