ইনসাইড গ্রাউন্ড

ডিআরএস থাকবে হায়দরাবাদ টেস্টে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/02/2017


Thumbnail

গতবছর ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে পরীক্ষামূলক ভাবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের পর এবার বাংলাদেশের বিপক্ষেও ডিআরএস ব্যবহার করতে যাচ্ছে ভারত। ডিআরএস চালু হওয়ার পর থেকে ভারত এর বিরোধিতা করে আসছিলো তবে ইংল্যান্ড সিরিজে এই পদ্ধতি ব্যবহার করে সফল হওয়াতে বাংলাদেশের সাথের ব্যবহার হবে ডিআরএস।

তিন আন্তর্জাতিক আম্পায়ারের উপস্থিতিতে হায়দারাবাদ টেস্টে ব্যবহার হবে ডিআরএস। ডিআরএস ব্যবহারের আগে প্রত্যেক ম্যাচেই থার্ড আম্পায়ার হিসেবে ভারতীয় আম্পায়ার থাকলেও এবার থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস জেফানি। তাছাড়া ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন ‘ডেভিড শেফার্ড ট্রফি’ জয়ী ২০১৬ সালের সেরা আম্পায়ার মারাইস এরাসমাস এবং ওয়েষ্টইন্ডিজের জোয়েল উইলসন। তাছাড়া ম্যাচ রেফারি হিসেবে থাকছেন জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট।

৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীবগান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্টটি শুরু হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

বাংলা ইনসাইডার/আইএস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭