ইনসাইড পলিটিক্স

‘হু ইজ দিস রিজভী?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/05/2018


Thumbnail

বিকেলে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছিল বিএনপি। কূটনীতিকরা সেই অনুযায়ী বিকেল ৩ টার পর থেকেই আসতে শুরু করেন। ভেতরে তাঁদের অভ্যর্থনা জানাচ্ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের দূতাবাসের প্রতিনিধি আসেন একটু আগেই। তাঁকে দেখেই এগিয়ে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করমর্দনের মধ্যেই ভারতের প্রতিনিধি বলেন, ‘হু ইজ দিস রিজভী?’ মির্জা ফখরুলের হাসিমাখা মুখটা ম্লান হয়ে যায়। বলেন, ‘আমাদের দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি।’ ভারতের প্রতিনিধি বলেন, ‘তাঁর সমস্যা কোথায়? তিনি সব সময় ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন কেন? এগুলো তো বন্ধুরাষ্ট্রের সঙ্গে বলা ঠিক নয়।’

মির্জা ফখরুল, স্যরি বলেই বলেন, ‘আমি তাঁকে বলবো, ভবিষ্যতে এ সম্পর্কে সতর্ক থাকতে।’ ভারতীয় প্রতিনিধি বলেন, ‘প্লিজ, না হলে এরপর আমাদের জন্য এসব বৈঠকে আসা সম্ভব নাও হতে পারে।’

উল্লেখ্য, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজও এক সংবাদ ব্রিফিং ভারতের সমালোচনা করেছেন।

বাংলা ইনসাইডার/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭