ইনসাইড পলিটিক্স

খুলনায় জয় দেখছে আ. লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/05/2018


Thumbnail

খুলনায় জয় দেখছে আওয়ামী লীগ। আজ মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীদের সঙ্গে অনির্ধারিত আলোচনায় খুলনা সিটি নির্বাচন নিয়ে আলাপ হয়। বৈঠকে অধিকাংশ মন্ত্রী অভিমত দেন যে, শেষ দিকের প্রচারণায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক জোয়ার তুলতে পেরেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তো এখন থেকেই অজুহাত খুঁজছে। হারার পর বিএনপি কি বলবে, তার রিহার্সেল চলছে।’

আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যেভাবে খুলনাকে বদলে দিয়েছিলাম, তা গত পাঁচ বছরে মানুষ বুঝতে পেরেছে। বিএনপির মেয়র থাকাকালীন সময়ে খুলনায় কিছুই হয়নি। এমনকি সরকার যে টাকা দিয়েছিল তাও ফেরত এসেছে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জয়-পরাজয় নিয়ে আমরা ভাবি না। আমি চাই মানুষের অধিকার। মানুষ যেন তাঁর খুশি মতো ভোট দিতে পারে। আমরাই মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি।’

একজন প্রবীণ মন্ত্রী বলেন, ‘বিএনপিকে খুলনার মানুষ কেন ভোট দেবে? তারা তো জনগণের জন্য কিছুই করেন।’অবশ্য তাঁর সঙ্গে দ্বিমত পোষণ করে মন্ত্রিসভার অন্য একজন সদস্য বলেন, ‘উন্নয়ন দিয়ে ভোট হয়না। খুলনায় আওয়ামী লীগ এবার জিতবে তার প্রধান কারণ আওয়ামী লীগের মধ্যে এবার কোন্দল কম।’

নির্বাচন নিয়ে বিএনপি যেন কোনো ইস্যু বানাতে না পারে সেজন্য  সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭