ইনসাইড গ্রাউন্ড

চলতি মাসেই দায়িত্ব বুঝে নেবেন কারস্টেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/05/2018


Thumbnail

কোচ নিয়োগ নিয়ে জলঘোলা কম হচ্ছে না। কোচ এই আসছে তো আসছে। এরকম করেই ছয় মাস ধরে নেই টাইগারদের কোনো হেড কোচ। এবার জানা গেল গ্যারি কারস্টেনের নিয়োগ প্রায় চূড়ান্ত। তবে ভারতকে বিশ্বকাপ জেতানো এই প্রোটিয়া টাইগারদের কোচিং পরামর্শক হিসেবে কাজ করবেন। আগামী ২০ অথবা ২১ মে ঢাকায় আসবেন কারস্টেন।

এদিকে কারস্টেন আসলেই কোচ নিয়োগের প্রক্রিয়া সারতে চায় বিসিবি। বিসিবির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বিসিবি এরই মধ্যে সম্ভাব্য হেড কোচের একটা সংক্ষিপ্ত তালিকা করে ফেলেছে। গ্যারি আসলেই সেটা নিয়েই তাঁর সঙ্গে বসবে বিসিবি। তবে সেখানে হাইপ্রোফাইল কারও না থাকার সম্ভাবনাই বেশি। হাথুরুসিংহার মতো আনকোরা কাউকে দায়িত্ব দিতে চায় ক্রিকেট বোর্ড।

এও জানা গেছে কারস্টেনও তাঁর পছন্দের একটি তালিকা করে রেখেছেন। তাই তিনি আসলেই কোচ নিয়োগ হয়তো সময়ের ব্যাপার মাত্র।

এদিকে খালি আছে রিচার্ড হ্যালসলের জায়গাটাও। ব্যাটিং কোচের জায়গাটাও যে খালি বেশ কয়েকদিন ধরে। আর সম্প্রতি ফিল্ডিং কোচ হিসেবে অন্তবর্তী দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। তাই আপাতত মাথা এই জায়গায় মাথা ব্যথা নেই বিসিবির।


বাংলা ইনসাইডার/ডিআর



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭