ইনসাইড পলিটিক্স

রাজনীতিতে অরুচি আমুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 15/05/2018


Thumbnail

রমজানে খাদ্যে ভেজাল এবং পণ্যে মান নিয়ে সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু। লিখিত বক্তব্যে নানা কথা বললেন আওয়ামী লীগের প্রবীণ এই নেতা। বললেন, মন্ত্রণালয় পণ্যের মান, ওজন এবং ভেজাল নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিচ্ছে। শিল্পমন্ত্রীর বক্তব্যের পর সাংবাদিকরা প্রশ্ন করার জন্য আগ্রহ দেখাল। আজ খুলনায় নির্বাচন, খালেদা জিয়ার জামিন প্রশ্ন ইত্যাদি গরম রাজনৈতিক ঘটনা। সমানে আওয়ামী লীগের জাঁদরেল নেতা। কিন্তু সবার আগ্রহে পানি ঢেলে আমু বললেন, ‘এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন, রাজনৈতিক কোনো প্রশ্ন না।’ রাজনৈতিক কোনো প্রশ্নের উত্তর দেবেন না, এমন বক্তব্যের পর পানসে সংবাদ সম্মেলন থেকে একে একে বেরিয়ে গেলেন সাংবাদিকরা।

শুধু আজ নয়, গত কয়েক মাস ধরেই রাজনীতিতে অরুচি আমীর হোসেন আমুর। চলমান রাজনৈতিক বিষয়ে তিনি নীরব। তাঁর কোনো বক্তব্যও নেই। অথচ তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। জাতীয় সংসদে আওয়ামী লীগের টিকেটে এমপি। রাজনৈতিক বিষয়ে তাঁর নীরবতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন। এই আমীর হোসেন আমুই ছিলেন ২০০৭ সালে আওয়ামী লীগের প্রধান সংস্কারপন্থী। সংবাদ সম্মেলন করে তিনি দলীয় সভাপতির অপসারণ চেয়েছিলেন। ২০০৮ এ আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি মন্ত্রিত্ব পাননি। সেসময় প্রায়ই কড়া ভাষায় বিএনপির সমালোচনা করতেন। ২০১৪ তে মন্ত্রিত্ব পান, তারপর তাঁর কাজকর্ম ক্রমেই সীমিত হয়ে আসছে। রাজনৈতিক মন্ত্রীরা যদি টেকনোক্র্যাট হয়ে যান, তাহলে তাঁদের মন্ত্রিত্ব দিয়ে লাভ কি? এই প্রশ্ন উঠেছে আওয়ামী লীগেই। আমীর হোসেন আমুর সাম্প্রতিক ভূমিকা নিয়ে দলেই সৃষ্টি হয়েছে অনেক প্রশ্ন। 


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭